Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

টি-২০তেও একই অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০৩ এএম

 ইংল্যান্ড সফরে স্বাগতিকদের কাছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের দেয়া ২২২ রানের পাহাড় টপকাতে গিয়ে দুই বল বাকি থাকতে ১৯৩ রানে গুটিয়ে ২৮ রানে ম্যাচ হারে অজিরা।

পরশু বার্মিংহামে ইংলিশ ইনিংসে ব্যাট হাতে অবদান রাখেন প্রত্যেকেই। ২২ বলে ফিফটি হাঁকানো জস বাটলার আউট হন সর্বোচ্চ ৩০ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৬১ রান করে। ত্রিশোর্ধো ইনিংস আসে জেসন রয় (৪৪), অ্যাডাম হেলস (৪৯) ও জো রুটের (৩৫) ব্যাট থেকে। জবাবে, অজি অধিনায়ক অ্যারোন ফিঞ্চের ৪১ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংসের পরও হার এড়াতে পারেনি অস্ট্রেলিয়া। বাকিদের মধ্যে ত্রিশোর্ধো ইনিংস নেই কারো। ২৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন লেগ স্পিনার আদিল রশিদ। ৪২ রানে ৩ উইকেট নেন ক্রিস জর্ডানও, দুটি নেন প্লাঙ্কেট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ