Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরমাণু স্থাপনার উন্নয়ন করছে উ. কোরিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০৩ এএম


উত্তর কোরিয়া দ্রæততার সঙ্গে পারমাণবিক স্থাপনার উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা গ্রæপ থার্টি এইট নর্থ। স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবি বিশ্লেষণ করে তৈরি এক প্রতিবেদনে তারা দাবি করেছে, উত্তর কোরিয়ার ইয়ংবিয়ুন পরমাণু গবেষণা কেন্দ্রে অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রয়েছে। থার্টি এইট নর্থ গ্রæপ বলছে, ইয়ংবিয়ুন পরমাণু কেন্দ্রে ওয়াটার কুলিং ব্যবস্থার আধুনিকায়ন করা হয়েছে এবং একটি কুলিং ওয়াটার রিজার্ভার নির্মাণের কাজ শেষ করা হয়েছে। এছাড়া দু’টি ভবন নির্মাণ করা হয়েছে। দু’টি ভবনই কেন্দ্র পরিদর্শনকারী পদস্থ কর্মকর্তাদের জন্য ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে। সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বৈঠকের কয়েক সপ্তাহের মধ্যেই পরমাণু তৎপরতার এ খবর দেওয়া হলো। ওই বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে দেশটি পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো সময়সীমার কথা জানায় নি। তবে ট্রাম্প ওই বৈঠকর পরপরই টুইটারে দাবি করেন, উত্তর কোরিয়া এখন আর পরমাণু হুমকি নয়। খবরে বলা হয়, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়া নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করেছে। তবে বুধবার গবেষণা প্রতিষ্ঠান ৩৮ নর্থ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবিতে দেখা গেছে, উত্তর কোরিয়া তাদের প্রধান পারমাণবিক কেন্দ্র ইয়ংবায়নে কেবল কার্যক্রম অব্যাহতই রাখছে না, বরং সেখানে অবকাঠামোগত উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। এতে বলা হয়েছে, ‘২১ জুন বাণিজ্যিক স্যাটেলাইট থেকে পাওয়া ছবি এটাই ইঙ্গিত দিচ্ছে যে, ইয়ংবায়ন পারমাণবিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন দ্রæত গতিতে চলছে।’ রয়টার্স,পার্সটুডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ