Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবসরে বিচারপতি, ট্রাম্পের প্রভাব বাড়ছে সুপ্রিম কোর্টে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০৩ এএম


যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যান্থনি কেনেডি অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ আদালতে রক্ষণশীল রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার সুযোগ পেলেন। বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, রক্ষণশীলরা বিভিন্ন সময় লিবারেল ডেমোক্র্যাটদের নানা বিষয়ে কোণঠাসা করতে পেরেছে। এর মধ্যে সমকামী বিয়ে, গর্ভপাত অধিকারের মতো বিষয়গুলো রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পকে লেখা চিঠিতে বিচারপতি কেনেডি বলেন, সর্বোচ্চ আদালতে কাজ করতে পেরে অত্যন্ত কৃতজ্ঞ। ৮১ বছর বয়সী বিচারপতি আগামী ৩১ জুলাই অবসর নিতে যাচ্ছেন বলে চিঠিতে উল্লেখ করেন। সুপ্রিম কোর্টে তিনিই দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক বিচারপতি। যুক্তরাষ্ট্রের মানুষের জীবনে সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিতর্কিত আইন, কেন্দ্রীয় সরকার ও অঙ্গরাজ্যগুলোর মধ্যে বিবাদ ইত্যাদি বিষয়ে সুপ্রিম কোর্টই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকেন। এ ছাড়া কারো মৃত্যুদÐ কার্যকর হবে কি না, তারও চূড়ান্ত সিদ্ধান্ত আসে আদালত থেকে। সা¤প্রতিক বছরগুলোতে সুপ্রিম কোর্ট ৫০টি অঙ্গরাজ্যে সমকামী বিয়ের অধিকার দিয়েছেন, প্রেসিডেন্ট বারাক ওবামার অভিবাসন-সংক্রান্ত আদেশ স্থগিত করেছেন এবং কার্বন নিঃসরণের ব্যাপারে যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা ছিল, তা বিলম্বিত করা হয়েছে আদালতে। এর বাইরে চলতি সপ্তাহের শুরুতেই কয়েকটি মুসলিম দেশের ওপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আদালতে বহাল থাকে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ