Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে বিবাহবহির্ভূত সম্পর্ক, সহকর্মীর স্ত্রীকে খুন করেন মেজর নিখিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০৩ এএম

 

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে সহকর্মী মেজর অমিত দ্বিবেদীর স্ত্রী শৈলজা দ্বিবেদীকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে মেজর নিখিল হান্ডার বিরুদ্ধে। প্রথমে শৈলজার গলা কেটে গাড়ি থেকে বাইরে ফেলে দেন নিখিল। পরে দুর্ঘটনা হিসেবে বোঝানোর জন্য শৈলজার ওপর দিয়ে গাড়িও চালিয়ে দেন তিনি। শনিবার দিল্লি ক্যান্টনমেন্টের কাছে শৈলজার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরে মেরঠ থেকে গ্রেফতার করা হয় নিখিলকে। পুলিশের দাবি, নিখিল খুন করার কথা স্বীকার করেছেন। এদিকে মেজর নিখিল গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, শৈলজার দেহের ওপর তিনি গাড়ি চালিয়ে দিয়েছিলেন। তার পরে সেনা হাসপাতালে ফিরে স্ত্রীকে বলেছিলেন, ‘একটা কুকুর গাড়িতে চাপা পড়েছে।’ পুলিশ সূত্রে খবর, শৈলজাকে খুন করার পরে দিল্লির পটেল নগর এলাকার বাসিন্দা এক পুরনো বান্ধবীকে ফোন করেন নিখিল। তাকে তিনি বলেন, ‘শৈলজাকে শেষ করে দিয়েছি।’ তার পরে সেনা হাসপাতালে আসেন তিনি। সেখানে তার ছেলে ভর্তি ছিল। স্ত্রী ও ছেলেকে বলেন, ‘একটা কুকুর আমার গাড়িতে চাপা পড়েছে।’ নিজের গাড়ি থেকে রক্ত মোছারও চেষ্টা করেন নিখিল। এরপরে সাকেত নগরে বাবার বাড়িতে যান মেজর নিখিল। বাবাকে জানান, তার গাড়ি দুর্ঘটনায় পড়েছিল। ইতিমধ্যে শৈলজার স্বামী মেজর অমিত দ্বিবেদীর অভিযোগের ভিত্তিতে নিখিলের খোঁজ শুরু করে পুলিশ। সাকেত নগরের বাড়িতে পুলিশ পৌঁছানোর আগেই চাচার বাড়িতে চলে যান নিখিল। পরে মেরঠের পথে রওনা হওয়ার পথে পুলিশের হাতে গ্রেফতার হন মেজর নিখিল। এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ