Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেলসিংকিতে হতে পারে ট্রাম্প-পুতিন বৈঠক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০৩ এএম


অবশেষে বাস্তবায়িত হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মধ্যকার বহুল প্রতীক্ষিত বৈঠক। দীর্ঘদিন ধরে ঝুলে থাকার পর এই বৈঠকের বিষয়ে সম্মত হয়েছেন দুই দেশের কর্মকর্তারা। বুধবার এ নিয়ে মস্কোতে স্পষ্ট ঘোষণা দিয়েছেন শীর্ষ দুই রুশ ও মার্কিন কর্মকর্তা। বুধবার মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সাংবাদিকদের বলেন, আগামী মাসে ব্রাসেলসে ন্যাটো সম্মেলন শেষে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। সম্ভবত ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে এই বৈঠকটি হবে। বৈঠকে দুই নেতা সিরিয়া যুদ্ধ এবং রাশিয়ার সঙ্গে ইউক্রেনের বিবাদ নিয়ে আলোচনা করবেন বলেও জানান উপদেষ্টা জন বোল্টন। এর আগে ট্রাম্প গত নভেম্বরে ভিয়েতনামে অনুষ্ঠিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সম্মেলনে পুতিনের সঙ্গে এক সাইডলাইন বৈঠকে মিলিত হয়েছিলেন। সংবাদ সম্মেলনে বোল্টন আরও বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হবে বহুল আলোচিত এ বৈঠক। মস্কো সফরের আগে পুতিনের সঙ্গে এই বৈঠকের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প তাকে রুশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার তাগিদ দিয়েছিলেন বলেও জানান এই মার্কিন কর্মকর্তা। দুই নেতার বৈঠকের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক উন্নত হবে বলেও আশা করেন তিনি। এদিকে বুধবার জন বোল্টনের আগেই ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাবনার কথা ঘোষণা করেছিলেন ক্রেমলিনের বিদেশ নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। তিনি বলেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তৃতীয় কোনও একটি দেশে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। বৃহস্পতিবার ২৮ জুন এই বৈঠকের দিন-তারিখ ঘোষণা হতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, বোল্টনের সঙ্গে বৈঠক দুই দেশের সম্পর্ক ‘সম্পূর্ণ পুনরুদ্ধারে’ আশা জাগিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ‘ভালো অবস্থায় নেই’ বলেও স্বীকার করেছেন তিনি। এপি, বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ