Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঋণ পরিশোধে স্ত্রী-মেয়েকে বিক্রির চেষ্টা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০৩ এএম


পেশায় তিনি অটোচালক। তার ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ রুপি। এ ঋণ কীভাবে পরিশোধ করবেন? শেষমেশ ঋণ পরিশোধ করতে নিজের মেয়ে ও স্ত্রীকে বিক্রির চেষ্টা করেন তিনি। প্রথমে মেয়েকে বিক্রির জন্য ক্রেতার সাথে দেড় লাখ রুপিতে বন্দোবস্ত হয় তার। ভারতের অন্ধ্র প্রদেশে এ ঘটনা ঘটেছে। খবরে বলা হয়, ওই ব্যক্তির চার মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে, যারা সবাই নাবালক। মেয়ের বয়স ১২ বছর হলেই দেড় লাখ রুপির বিনিময়ে তিনি নিজের মেয়েকে ক্রেতার কাছে সপে দিবেন- এক মাস আগে এ বিষয়ে একটি চুক্তি করেন ওই ব্যক্তি। ১২ বছর বয়স পূর্ণ হবার আগে মেয়েকে লোকচক্ষুর আড়ালে রাখতে হবে এবং পরে তাকে হন্তান্তর করতে হবে-চুক্তিতে এই শর্তও উল্লেখ ছিল। মেয়ের মা জানান, স¤প্রতি তিনি তার স্বামীর কুমতলব সম্পর্কে জানতে পারেন। চুক্তিতে নামের তালিকায় তার নামও ছিল। তার ধারণা, তার স্বামী বাকি চার সন্তানকেও হয়তো বিক্রির চেষ্টা করছেন। প্রতিবেদনে আরও বলা হয়, মাদকাসক্ত ওই ব্যক্তি ৫ লাখ রুপির বিনিময়ে তার খালাতো ভাইয়ের কাছে নিজের স্ত্রীকে বিক্রির চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। পরে ওই স্ত্রী স্বামীর বাড়ি থেকে পালিয়ে আসেন এবং হায়দরাবাদে পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ করেন। হিন্দুস্তান টাইমস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ