Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরুড়া পৌরসভার বাজেট ঘোষণা

বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০৩ এএম

 কুমিল্লার বরুড়া পৌরসভার ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট গতকাল বৃহস্পতিবার পৌর মিলনায়তনে মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেট ২৮ কোটি ৫ লাখ ৬১ হাজার ৩৭৮ টাকা। বাজেট পূর্বক আলোচনায় অংশগ্রহণ করেন দৈনিক বরুড়া কন্ঠের সম্পাদক ইউসুফ আলী, পৌর কাউন্সিলর মোবারক হোসেন, আবুল কাসেম, আবু নোমান, কুমিল্লা জেলা গ্রামবাদিক ইউনিয়নের সভাপতি শাহ আলম শফি, বরুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমদ, গ্রামবাদিক বিএম মহসিন, তাজুল ইসলাম, পৌর হিসাবরক্ষক মিজানুর রহমান, পৌর অফিস সহকারি ছগির আহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর সচিব আমজাদ হোসেন। প্রস্তাবিত বাজেটে নতুন কোন কর আরোপ করা হয়নি। মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী বলেন, আপনাদের সহযোগিতা নিয়ে বরুড়া পৌরসভাটিকে দৃষ্টিনন্দন করার চেষ্টা করবো। কিছু কিছু রাস্তা পৌরসভার নয়। যার কারণে এ রাস্তাগুলোর কাজ করা সম্ভব হচ্ছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ