মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইয়েমেনের বন্দরনগরী হুদায়ইদাহতে ও আল-বায়দা প্রদেশে স্থলমাইন বিস্ফোরণ ও বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে দেশটির অন্তত ১৫ জন সেনা নিহত হয়েছেন। বুধবার পৃথক দুই ঘটনায় তাদের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদভিত্তিক ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটর। সেনা সংশ্লিষ্ট এক ওয়েবসাইট জানায়, আল-হুদায়ইহা প্রদেশের আল-খোকা জেলায় এক স্থলমাইন বিস্ফোরণের শিকার হয় সেনাবাহিনীর এক গাড়ি। এতে তাদের সাতজন সেনা নিহত হন। ওয়েবসাইটটি জানায়, গাড়িটি টহলরত অবস্থায় স্থলমাইনের ওপর গেলে বিস্ফোরণ ঘটে। ইয়েমেনের প্রধান সমুদ্র বন্দরের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হুথি বিদ্রোহীদের সময় বেঁধে দিয়েছিল আরব আমিরাত। মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।