রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
লক্ষীপুরে কেমিক্যাল মিশ্রিত এক ট্রাক সুপারি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চর মন্ডল গ্রামের মো. বাবুল হোসেন ও দালাল বাজার এলাকার মো. বেলাল হোসেনের ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাত ১০টার দিকে সদর উপজেলার পশ্চিম ল²ীপুর গ্রামে সুপারিগুলো জব্দ করা হয়। পরে জব্দকৃত সুপারি উপজেলা পরিষদ প্রাঙ্গণে রোলার দিয়ে বিনষ্ট করা হয়। সুপারিগুলোর বাজার মূল্য প্রায় সোয়া দুই লাখ টাকা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহাজান আলী বলেন, সুপারিতে কেমিক্যাল মেশানোর সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও মুচলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।