Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিসি বিরোধীদের বাধায় জাবির সিনেট অধিবেশন বাতিল

ভিসি সমর্থকদের নিন্দা ও প্রতিবাদ

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৮, ৭:০৮ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি বিরোধী আওয়ামী লীগপন্থী শিক্ষক ও সিনেটরদের প্রতিরোধের মুখে বিশ্ববিদ্যালয়ের ৩৭তম বার্ষিক সিনেট অধিবেশন বাতিল হয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সিনেট অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি বিরোধী শিক্ষক ও সিনেটররা ভিসির বিরুদ্ধে অ্যাক্ট, স্ট্যাটিউট ও কার্যপ্রণালি বিধি লংঘনের অভিযোগ এনে প্রশাসনিক ভবনের সামনের তিনটি ফটকে ব্যানার ঝুলিয়ে অবস্থান নেয়। এতে পুরাতন প্রশাসনিক ভবনের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়।
পরে বেলা ৩টার দিকে ভিসি ও সিনেট সদস্যরা সিনেট অধিবেশনে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে আসেন এবং আন্দোলনকারীদেরকে সিনেট অধিবেশন করতে দেওয়ার অনুরোধ জানান। এসময় আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয় ‘দাবি না মানা পর্যন্ত তারা সিনেট অধিবেশন করতে দেওয়া হবেনা।’
এসময় ভিসি সাংবাদিকদের বলেন, ‘বাজেট পাশ হওয়া নিয়ে কোন অনিশ্চয়তা নেই। আমরা ২৯৩ কোটি টাকা চেয়ে ইউজিসি থেকে ২৩৩ কোটি টাকা পেয়েছি। এটা বিধিমতে ভিসির বিশেষ ক্ষমতাবলে পাশ হয়ে যাবে।’ এসময় তিনি ঘোষণা দেন ‘আগামী ৪০-৪৫ দিনের মধ্যে সিন্ডিকেটে সিনেট সদস্য নির্বাচনের জন্য একটি বিশেষ অধিবেশন ডাকা হবে।’
পরে ভিসি ঘটনাস্থল থেকে ফিরে যাওয়ার সময় সিনেটরদের সাথে কুশলাদি বিনিময় করেন। এসময় বিএনপিপন্থী সিনেটররা ক্যাম্পাসে ছাত্রদলের কার্যক্রম পরিচালনার সুযোগ দিতে ও ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত করতে ভিসির প্রতি আহ্বান জানান।
এদিকে ভিসি বিরোধী আওয়ামীপন্থী শিক্ষক ও সিনেটরদের বাধায় সিনেট অধিবেশন প- হওয়ার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ভিসি সমর্থক আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’। গতকাল বিকাল ৪টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানবিকী অনুষদের শিক্ষক লাউঞ্চে এক সংবাদ সম্মেলন করে এই প্রতিবাদ জানান।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক মো. নরুল আলম, সদস্য সচিব অধ্যাপক বশির আহমেদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ফরহাদ হোসেন, শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক রাশেদ আখতার, অধ্যাপক এ এ মামুন, অধ্যাপক মো. আব্দুল্লাহ হেল কাফি, অধ্যাপক সোহেল আহমেদ প্রমুখ।
এদিকে বিশ্ববিদ্যালয়ের বামপন্থী কয়েকটি ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক জোট ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে বেলা ২টা থেকে সিনেট অধিবেশন কেন্দ্রের সামনে অবস্থান নেয়। ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম তাদেরকে আশ্বস্থ করেন- জাতীয় নির্বাচন হওয়ার পর জাকসু নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাবি সিনেট অধিবেশন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ