বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের ২৩ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ২৯৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র শহিদুজ্জামান খানের সভাপতিত্বে বাজেট পেশ করেন হিসাবরক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন। বাজেট উন্নয়ন ব্যায় ধরা হয়েছে ১১ কোটি ৯৫ লাখ ৭৯ হাজার ৬০৩ টাকা এবং রাজস্ব ব্যায় ধরা হয়েছে ৪ কোটি ২১ লাখ ৫৯ হাজার ২০৬ টাকা। বাজেটে মূলধন ব্যায় ধরা হয়েছে ৮১ লাখ ৮৬ হাজার ৪৮৫ টাকা।
বাজেট সভায় প্যানেল মেয়র মো. আবু হায়দার লিটন, মহিলা কাউন্সিলর মিসেস রওশন আরা রুবী, হেকমত আলী, কাজী জাহাঙ্গীর, শেখ মোঃ করীর আহম্মেদ মো. শাহাদৎ হোসেন শামীম, মো. সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় পৌর সচিব মোহাম্মদ নূরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল হক, উপ-সহকারী মো. মনিরুজ্জামান তালুকদার সহ শিক্ষক , সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তি উপস্থিত ছিলেন । মেয়র শহিদুজ্জামান খান জানান, এ বাজেটে নতুন কোন কর আরোপ করা হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।