Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রানির সম্মতিতে আইনে পরিণত হলো ব্রেক্সিট বিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৮, ১২:০৩ এএম

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের সিদ্ধান্তকে আইনে পরিণত করেছে দেশটির পার্লামেন্ট। মঙ্গলবার ইইউ উইথড্রয়াল বিল নামে পরিচিত এ সংক্রান্ত বিলটির অনুমোদন দেন দেশটির এমপিরা। নতুন আইনে ২০১৯ সালের ২৯ মার্চ ব্রেক্সিট বাস্তবায়নের দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। এদিন আঞ্চলিক জোটটি থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার দুই বছর মেয়াদি প্রক্রিয়া শেষ হবে। ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব কমন্সের স্পিকার জন বারকাও-এর ব্রেক্সিট বিলকে আইনি পরিণত করার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতারা। ইউরোপিয়ান কমিউনিটিজ অ্যাক্টের আওতায় ১৯৭২ সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করে যুক্তরাজ্য। মঙ্গলবার পার্লামেন্টে এমপিদের উদ্দেশে স্পিকার বলেন, রানী দ্বিতীয় এলিজাবেথ ইউরোপিয়ান ইউনিয়ন উইথড্রয়াল অ্যাক্ট ২০১৮ বিলটিকে আইনে পরিণত করার ব্যাপারে চূড়ান্ত সম্মতি দিয়েছেন। আইনে প্রায় ২০ হাজার ইউরোপীয় আইনকে ব্রিটিশ আইনের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আইনি জটিলতা তৈরি না হয়। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ