Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

জরুরি অবস্থা কালো দাগ : মোদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৮, ১২:০৩ এএম

ভারতের ইতিহাসে জরুরি অবস্থা একটা কালো দাগ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার মুম্বাইতে জরুরি অবস্থার ৪৩তম বার্ষিকী পালন অনুষ্ঠানে কংগ্রেসকে উদ্দেশ্য করে মোদি বলেন, গান্ধী পরিবারের ব্যক্তিগত স্বার্থেই গোটা ভারতকে জেলে ভরা হয়েছিল। প্রধানমন্ত্রীর অভিমত দেশের সংবিধান ও গণতন্ত্রকে সুরক্ষিত করার জন্য নিজেকে পুনরায় সমর্পণ করতেই এই দিনটি পালন করা প্রয়োজন। মোদি জানান ‘জরুরি অবস্থা কংগ্রেসের পাপের ফল। আমাদের ইতিহাসে এটা একটা কালো দাগ। কেবলমাত্র কংগ্রেসের সমালোচনা করার জন্যই জরুরি অবস্থার ৪৩ তম বার্ষিকীকে কালা দিবস হিসাবে পালন করা হচ্ছে না, বরং সংবিধান ও গণতন্ত্রের সুরক্ষার ব্যাপারে দেশের যুব সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এই দিবস উদযাপন করা হচ্ছে। কারণ আজকের যুবকদের কোনও ধারণা নেই জরুরি অবস্থার সময় কী ঘটেছিল’। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ