Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুটানের জনসংখ্যা বেড়েছে ১৬%

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৮, ১২:০৩ এএম

গত ১২ বছরে ভুটানের জনসংখ্য ১৬ শতাংশ বেড়েছে। ভুটানের জনসংখ্যা ও খানা সংশ্লিষ্ট জরিপ-সংশ্লিষ্ট ২০১৭ সালের রিপোর্টে দেখা যায়, গত বছর ৩০ মে পর্যন্ত দেশটির জনসংখ্যা ছিলো ৭৩৫,৫৩৩ জন। প্রধানমন্ত্রী দাশো সেরিং টবগে সোমবার এই রিপোর্ট প্রকাশ করেন। জনসংখার মধ্যে ৬৮১,৭২০ জন্য ভুটানি এবং ৫৩,৮৩৩ জন অন্যান্য জাতিগোষ্ঠীর। রিপোর্টে বলা হয়, জনস্যংখার ৬২.২ শতাংশ গ্রামে এবং ৩৭.৮ শতাংশ শহর এলাকায় বাস করে। শহরগুলোর মধ্যে রাজধানী থিম্ফুতে সর্বোচ্চ ১৩৮,৭৩৬ জন মানুষের বাস। অন্যদিকে সবচেয়ে কম জনসংখ্যার অধিকারী এলাকা গাসা, মাত্র ৩৯৫২ জন। রিপোর্টে বলা হয়, সাক্ষরতার হার ২০০৫ সালে যেখানে ৫৯.৫ শতাংশ ছিলো ২০১৭ সালে তা ৭১.৪ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে গড় আয়ু ৬৬.৩ বছর থেকে বেড়ে ৭০.২ বছর হয়েছে। দেশটির ১১ পঞ্চবার্ষিক পরিকল্পনা ও জাতিসংঘের সাসটেইনেবল ডেভলপমেন্ট গোলের অর্জন মূল্যায়নের ক্ষেত্রে এই রিপোর্ট বেশ সহায়ক হবে বলে কর্মকর্তারা মনে করছেন। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ