Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভ্রমণ নিষেধাজ্ঞা বহালে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৮, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রে ৬ মুসলিম দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা বহালের প্রতিবাদে, বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আদালতের রায়কে বর্ণবাদী আখ্যা দিয়ে, মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ থেকে, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। এর আগে সুপ্রিম কোর্টের রায়কে বিস্ময়কর আখ্যা দিয়ে, একে মার্কিনীদের বিজয় বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রায়কে জাতীয় নিরাপত্তার আড়ালে যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ বন্ধের চক্রান্ত বলে অভিহিত করেছেন সুপ্রিম কোর্টের দুই বিচারক। ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রের প্রবেশে মার্কিন প্রশাসনের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রাখায় সুপ্রিম কোর্টের রায়ের নিন্দা জানিয়ে মঙ্গলবার আদালতের সামনেই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। রায়ের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মুসলিম কমিউনিটির নেতারা। রায়, সমঅধিকার ও সমান নিরাপত্তায় বিশ্বাসী মার্কিনীদের হতাশ করেছে বলেও দাবি তাদের।রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ