Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

তাইওয়ান প্রণালীতে মহড়া চালাচ্ছে চীনা নৌবহর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৮, ১২:০৩ এএম

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাইওয়ান প্রণালির কাছে প্রতিদিন সামরিক মহড়া চালাচ্ছে একটি চীনা নৌবহর। তাইওয়ানের মালিকানা নিয়ে যখন তাইপে ও বেইজিং-এর মধ্যে উত্তেজনা চলছে তখন ওই দ্বীপের কাছে এ মহড়া চালাচ্ছে চীনা নৌবাহিনী। চীনা সশস্ত্র বাহিনীর নিউজ ওয়েবসাইট জানিয়েছে, গত ১৭ জুন থেকে এক ঝাঁক চীনা রণতরী তাইওয়ানের দৃষ্টিসীমার মধ্যে দৈনিক ভিত্তিতে মহড়া চালিয়ে যাচ্ছে। এই বহরে অন্যান্য জাহাজের সঙ্গে রয়েছে ‘০৫৪এ’ শ্রেণির একটি ফ্রিগেট এবং ‘০৫২সি’ শ্রেণির একটি ডেস্ট্রয়ার। ওয়েবসাইটটি এক ঘোষণায় আরো বলেছে, যুদ্ধজাহাজ, বিমানচালনা এবং উপকূল প্রতিরক্ষা সেনাদের সামরিক ও প্রশক্ষিণ দক্ষতা শক্তিশালী করার লক্ষ্যে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। তবে এটি কবে শেষ হবে সে সম্পর্কে ঘোষণায় কোনো কিছু উল্লেখ করা হয়নি। পার্সটুডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ