Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপান নিষেধাজ্ঞা এড়াতে চায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৮, ১২:০৩ এএম


মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ইরান থেকে জ্বালানি তেল কেনার চেষ্টা চালাচ্ছে জাপান। দেশটির একটি সরকারি এ সূত্র তথ্য জানিয়েছে। জাপান মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে সক্ষম হয়েছে কিংবা ইরান হতে তেল কেনা থেকে টোকিওকে বিরত থাকতে বলেছে তা ওই সূত্র জানায় নি। গত শুক্রবার জাপানের পেট্রোলিয়াম এসোসিয়েশনের সভাপতি তাকাশি টিসুকিওকা বলেছেন, ইরান থেকে তেল কিনতে হলে জাপানের আমদানীকারকদের আগামী ৪ নভেম্বরের মধ্যে মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে হবে। এরপর যুক্তরাষ্ট্র ইরানের তেল বিক্রি পুরোপুরি বন্ধ করে দেয়ার উদ্যোগ নেবে। রাজধানী টোকিওতে তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, যদি যুক্তরাষ্ট্র কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে আমাদেরকে অবশ্যই কিছু পদক্ষেপ নিতে হবে। যুক্তরাষ্ট্র ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামিয়ে আনতে চায়। তাকাশি বলেন, সম্ভবত আগস্ট মাসেই ইরান থেকে শেষ বারের মতো তেল আমদানি করা সম্ভব হবে। ইরান থেকে যেসব তেল সেপ্টেম্বর মাসে জাহাজে তোলা হবে। পার্সটুডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ