Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আর্থিক খাতের দুর্বলতা কাম্য নয় -চট্টগ্রাম মেট্রো চেম্বার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৮, ১২:০৫ এএম

 

আর্থিক খাতে সংস্কার, শৃঙ্খলা এবং বিনিয়োগে গতি সঞ্চার করতে প্রধানমন্ত্রীর ইতিবাচক উদ্যোগ সময়োপযোগী উল্লেখ করে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পক্ষ থেকে অভিমত ব্যক্ত করা হয় যে, আর্থিক খাতের দুর্বলতা কাম্য নয়। বেসরকারি খাত সম্প্রসারণ অপরিহার্য। ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট ঘোষণার পর ব্যাংকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ১লা জুলাই থেকে ব্যাংক আমানতের সুদের হার ৬ শতাংশ এবং ঋণের হার ৯ শতাংশ করার কথা বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারের মাধ্যমে স্প্রেড সীমা ৪ শতাংশের মধ্যে রাখার নির্দেশ প্রদান করেছে, অথচ ব্যাংকার্স এসোসিয়েশনের মতে স্প্রেড হবে ৩ শতাংশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান বলেন, সঞ্চয়পত্রের সুদহার বেশি থাকায় এবং বেশি লাভের আশায় ব্যাংকের পরিবর্তে সকলেই সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহী হলে অর্থনৈতিক কর্মকাÐ ধীরগতি হবে। ইতোমধ্যে নানা কারণে বেসরকারী ব্যাংকের আমনত বৃদ্ধির হার নিম্নমুখী। ২০১২ সালে আমানত বৃদ্ধি ছিল ১৯.৪ শতাংশ যা ২০১৭ সালে এসে দাঁড়ায় ৯.৫ শতাংশে। চলতি বছরে তা ১০ শতাংশ বলা হচ্ছে। তিনি বলেন, বেসরকারি ব্যাংকে, সরকারি আমানতের পরিমাণ কমে যাচ্ছে। ইতোমধ্যে বেসরকারি ব্যাংক থেকে সরকারি আমানত তুলে নেয়ার কারণে এবং নতুন করে আমানত না আসায় সঙ্কট তৈরী হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে অধিকাংশ ব্যাংকের পক্ষে ঋণের সুদ হার কমিয়ে আনা সম্ভব হচ্ছে না বলে আমানত সংগ্রহের বেলায়ও বেশি হার দিতে হচ্ছে।
মেট্রোপলিটন চেম্বার সভাপতি বলেন, এ অবস্থায় সঞ্চয়পত্রের সুদের হার কমানোর বিকল্প নেই। ব্যাংকের স্থায়ী আমানতের সুদ হারের চাইতে সঞ্চয়পত্রের সুদ হার বেশি হওয়া কাম্য নয়। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং রফতানি প্রবাহ বাড়ানোর মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সরকারি পরিকল্পনার অংশ হিসাবে বেসরকারি খাতের সম্প্রসারণ অপরিহার্য। সরকারের গৃহীত পদক্ষেপের সাথে সংগতি রেখে সঞ্চয়পত্রের সুদ হার সহনীয় পর্যায়ে কমিয়ে আনার বিকল্প নেই। তবে অবসরপ্রাপ্ত, বিধবা, প্রতিবন্ধী ইত্যাদির বেলায় ব্যতিক্রম রাখা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আর্থিক

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ