মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার রাজধানী দামাস্কাসে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দু’টি ইসরাইলি মিসাইল আছড়ে পড়েছে বলে সিরিয়ার বিভিন্ন টিভি চ্যানেল দাবি করেছে। একটি চ্যানেলের দাবি, সোমবার গভীর রাতে মিসাইল দু’টি আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছে পড়েছে। তবে এখনও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। গত মাসে দামাস্কাসে অনুরূপ হামলা করা হয়। সিরিয়ার মিডিয়া অভিযোগ করে বলে, ইরানিদের লক্ষ্য করে ওই হামলা করে ইসরাইল। তবে এখনও ইসরাইলের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। এর আগেও ইসরাইলের বিরুদ্ধে সিরিয়ায় হামলা চালানোর অভিযোগ রয়েছে। গত সপ্তাহে ইরাক-সিরিয়া সীমান্তে অতর্কিতে আকাশ পথে হামলা করা হয়। বেশ কয়েকজন তাতে মারা যান। সিরিয়ার সরকার অনুমোদিত টিভি চ্যানেলগুলো ওই হামলার জন্য মার্কিন সেনাকে দায়ী করে। বলা হয়েছিল, আইএস জঙ্গিদের বিরুদ্ধে এই হামলা চালানো হয়। কিন্তু মার্কিন সেনাবাহিনীর এক উচ্চ পদস্থ কর্তা এই হামলার দায় সরাসরি ইসরাইলের ওপর চাপিয়ে দেন। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।