Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্মীদের উত্ত্যক্ত, বৃদ্ধা শাশুড়ির সঙ্গে ঝগড়ায় জড়াতেন আনোয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৮, ১২:০৬ এএম

ব্রিটেনের কূটনীতিক আনোয়ার চৌধুরীকে কেইম্যান আইল্যান্ডসের গভর্নরের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়ার পেছনে তার বিরুদ্ধে কর্মচারীদের সঙ্গে অসদাচরণ ও উত্ত্যক্তের অভিযোগ রয়েছে। দেশটির ট্যাবলয়েড ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, অফিস ও বাসায় নিয়োজিত সরকারি কর্মীদের সঙ্গে অসদাচরণের পাশাপাশি স্ত্রী ও শাশুড়ির সঙ্গেও খারাপ ব্যবহার করেছেন তিনি। মেইলের খবরে বলা হয়েছে, আনোয়ার চৌধুরী তার সরকারি ভবনে নিয়োজিত কর্মীদের সঙ্গে চিৎকার করার পাশাপাশি তাদের ভয়-ভীতি দেখান। এক নারী কর্মীকে তিনি তার খোলা পিঠ ম্যাসাজ করে দিতে বলেছিলেন, যা তার কাছে ঠিক মনে হয়নি। যদিও তাতে কোনো যৌন আবেদন ছিল না। এছাড়াও তিনি বাসার কর্মীদের তার শিশু মেয়েকে দেখভাল করতে বলেছিলেন, তবে তাদের দায়িত্ব শুধু বাসা পরিষ্কার করা বলে এড়িয়ে যান তারা। 

মেইল অনলাইন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ