মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সউদী আরবের নারীরা গত রোববার থেকে গাড়ি চালানোর অনুমতি পান। আর গাড়ি চালানোর লাইসেন্সের জন্য আবেদন করেছেন এক লাখ ২০ হাজার সউদী নারী। এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মানসুর আল-তুর্কি এই তথ্য জানান। এ সময় দেশটির ট্রাফিক বিভাগের পরিচালক মেজর জেনারেল মুহাম্মদ আল-বাসসামি উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, নারীদের গাড়ি চালানো তদারকি করতে মোট ৪০ জনের একটি নারী পরিদর্শক দল আগামী সপ্তাহ থেকে দায়িত্ব পালন শুরু করবেন। জেনারেল মানসুর আল-তুর্কি বলেন, ‘নারীদের গাড়ি চালনা প্রশিক্ষণ দেওয়ার জন্য পাঁচ শহরের মোট ছয়টি ড্রাইভিং স্কুল খোলা হয়েছে। যদিও ড্রাইভিং স্কুল নেই এমন রাজ্যের সংখ্যা নয়টি। এসব স্কুলে মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে, যা নারী-পুরুষ সবার জন্য প্রযোজ্য হবে। সবাইকে আইন মেনে চলতে হবে। রাস্তায় কেউ আইন ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ ট্রাফিক বিভাগের পরিচালক মেজর জেনারেল বাসসামি বলেন, ‘গৃহকর্মীরাও গাড়ি চালাতে পারবে, তবে ভিসার ধরন নিয়ে তাদের সমস্যা হবে। নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার পর এখন পর্যন্ত কোনো ট্রাফিক আইন ভঙ্গ বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।’ আরব নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।