Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চীন সফরের মূল্যবান দলিল রেল কানেকটিভিটি : ওলি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৮, ১২:০৬ এএম

চীন থেকে ফিরে এসে কাঠমান্ডুতে সাংবাদিক সম্মেলনে বক্তব্যে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি বলেছেন যে, তার চীন সফর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও রাজনৈতিক সম্পর্ক আরো জোরদার করেছে। দেশে ফিরে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রেলওয়ে, জ্বালানি, পরিবহন, অবকাঠামো উন্নয়ন, পর্যটন ও অন্যান্য ক্ষেত্রে চুক্তি নেপালের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহায়তার রূপরেখা তৈরি করেছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলওয়ে কানেকটিভি নিয়ে নেপাল ও চীনের মধ্যে যে চুক্তি সই হয়েছে তা প্রধানমন্ত্রীর চীন সফরের একটি গুরুত্বপূর্ণ দলিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতা নিশ্চিত করা এবং ‘সমৃদ্ধ নেপাল ও সুখী নেপালী’ প্রচারণাকে সার্থক করতে ওলি উত্তরের প্রতিবেশি দেশটিতে সফর করেছেন।’ ওলি জানান যে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নেপাল সফরের আমন্ত্রণ জানিয়ে এসেছেন। চীনের প্রেসিডেন্ট উপযুক্ত সময়ে নেপাল সফর করবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছেন। এসএসএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ