Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বন্দুকযুদ্ধের নামে কাউকে হত্যা করছি না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৮, ১২:০১ এএম

বন্দুকযুদ্ধের নামে কাউকে হত্যা করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল এমপি। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গতকাল সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি একথা বলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, যেখানে অবৈধ ব্যবসা, সেখানে অবৈধ টাকা, সেখানেই অবৈধ অস্ত্র। তাই এ ক্ষেত্রে জীবন বাঁচাতে গোলাগুলি হওয়াটা স্বাভাবিক। তবে কাউকে হত্যা করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা কাউকে হত্যা করছি না। যাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে তাদের প্তার করে বিচারের মুখোমুখি করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও মন্ত্রী জানান।
মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হচ্ছে না জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, এর সঙ্গে যারাই জড়িত কাউকেই ছাড় নয়। অভিযান শুরুর পর জড়িতদের অনেকে পলাতক রয়েছে। অবস্থান ত্যাগ করুক আর সরে পড়ুক, আমরা তাদের গ্রেপ্তার করব।
অভিযানে এ পর্যন্ত কতজন বন্দুকযুদ্ধে মারা গেছে- জানতে চাইলে মন্ত্রী বলেন, এই মুহূর্তে সংখ্যা বলতে পারছেন না। তবে অভিযান শুরু থেকে এ পর্যন্ত ২২ হাজার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ও সাধারণ আদালতে তাদের বিচার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানের কথা তুলে ধরে আসাদুজ্জামান খান কামাল বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৯ হাজার ৫৬টি অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে মামলা হয়েছে ৫ হাজার ৪৭৮টি। আসামি ৬ হাজার ১৩২ জন। এ সময়ে ১২ লাখ ২৯ হাজার ৪৪১ পিস ইয়াবা ট্যাবলেট, ১১ হাজার ৩২৫ বোতল ফেনসিডিল, ১ হাজার ৬৮২ কেজি গাঁজা এবং ৫ হাজার ৪৭১ এ্যাম্পুল ইনজেকটিং ড্রাগ উদ্ধার করা হয়েছে। মোবাইল কোর্ট আইনে ৪ হাজার ৭৫৪টি অভিযান পরিচালনা করে ২ হাজার ৪৪৮ জনকে গ্রেপ্তার করে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে কারাগারগুলোতে বন্দি ধারণক্ষমতা ৩৬ হাজার ৬০০ জন। বর্তমানে সেখানে অবস্থান করছে ৭৯ হাজারের বেশি বন্দি, যার ৪৩ শতাংশই মাদক মামলার আসামি। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকবিরোধী দিবসের মূল আলোচনা সভা হবে। এতে পুরস্কার বিতরণ করা হবে। এর আগে সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাব থেকে শুরু করে কদম ফোয়ারা হয়ে মৎস্যভবন পর্যন্ত মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হবে। সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশ এই দিবস পালন করবে। এবারের মাদকবিরোধী দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আগে শুনুন: শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেওয়াই তাদের নিরাপদ বেড়ে ওঠার প্রথম পদক্ষেপ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সেবা সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদসহ ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ