পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
০ সামাজিক ও পারিবারিক বন্ধন দুর্বল ০ ক্ষোভ থেকেই সংঘটিত হচ্ছে অপরাধ
সাখাওয়াত হোসেন : নির্মম ও নিষ্ঠুরভাবে স্বজনকে হত্যা বা হত্যার পর নিজে আত্মহত্যা করা, গৃহকর্মীদের নির্যাতন আর পথচারীকে গাড়ি চাপা দিয়ে হত্যাসহ নানা ধরনের অপরাধের ঘটনা বেড়েছে। অনেকই আইন নিজের হাতে তুলে নিচ্ছে। আবার কেউ কেউ আইনকে তোয়াক্কা না করেই অপরাধ করে যাচ্ছে।
অপরাধ ও সমাজ বিশেষজ্ঞরা বলছেন, ঘটনার পর দ্রæত অপরাধী গ্রেফতার না হওয়া, বিচারে দীর্ঘসূত্রিতা, সামাজিক বন্ধনের অনুপস্থিতি, ইন্টারনেটের অপব্যবহার. অসহিষ্ণুতা, মাত্রাতিরিক্ত ক্ষোভ, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক বৈষম্য, নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়ের চিত্র ফুটে উঠছে একের পর এক লোমহর্ষক ঘটনায়। তুচ্ছ কারণে খুনের ঘটনা ঘটছে।
সাম্প্রতিক সময়ে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া কয়েকটি ঘটনা সমাজকে নাড়া দিয়েছে। সর্বত্র আলোচনা চলছে কেন এবং কি কারনে স্বজনকে হত্যা করা হচ্ছে? আর কাজের লোকের প্রতি কেন এমন নির্দয় আচরণ? গত ২০ জুন রাজধানীর মুগদা এলাকায় স্ত্রী বিথি ও ছেলে রাব্বী তার তিন বন্ধুকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে শরবত বিক্রেতা রফিকুল ইসলামকে। পুলিশের ভাষ্য হচ্ছে, রফিকুল ছিল মাদকাসক্ত। তাছাড়া সংসারে অভাব-অনটন নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে রফিকুলে প্রায়ই ঝগড়া হতো। মাদকের পিছনে রোজগারের টাকা খরচ করায় সবাই তার প্রতি ক্ষিপ্ত ছিল।
গত ১৯ জুন মধ্য রাতের দুই ঘণ্টা আগে মহাখালী ফ্লাইওভারের বনানীপ্রান্তে প্রাইভেটকারের নিচে চাপা পড়ে নিহত হন পথচারী সেলিম বেপারি। প্রাইভেটকারের মালিক নোয়াখালীর সংসদ সদস্য একরামুল করীম চৌধুরীর স্ত্রী কামরুন্নাহার শিউলি। এমপিপুত্র শাবাব চৌধুরী গাড়ি চালিয়ে বনানীর দিক দিয়ে ফ্লাইওভারে ওঠার সময় পথচারীকে চাপা দেন। গতকাল পর্যন্ত পুলিশ রহস্যজনক কারনে এই ঘটনার ব্যাপারে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারেনি।
এদিকে এমন ঘটনার রেশ কাটতে না কাটতেই ২২ জুন নরসিংদীর রায়পুরার তুলাতলী এলাকায় দুই শিশু সন্তান কাকলী আক্তার ও সোয়ান মোল্লাকে হত্যা করেন তাদেরই পিতা কাজল মোল্লা। এরপর তিনি গাছের ডালে রশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। স্বজনদের সাথে কথা বলে ঘটনার ব্যাপারে পুলিশ বলেছে, আর্থিক অনটন এবং একটি মামলায় হেরে যাওয়ায় মানসিক বিপর্যয় থেকে কাজল মোল্লা দুই সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেন।
ওই ঘটনার আগে গত ২০ জুন রাজধানীর ইস্কাটনের একটি বাসার বাথরুমের ভেন্টিলেটর দিয়ে বের হয়ে প্লাস্টিকের পাইপ বেয়ে ১১ তলা থেকে নিচে নেমে আসে শিশু গৃহকর্মী জাহিদুল ইসলাম শাওন। বাসার লোকদের নির্যাতনের হাত থেকে বাঁচতে সে জীবনের ঝুঁকি নিয়ে নিচে নেমেছিল। ঘটনার পর অবশ্য পুলিশ শাওনকে নির্যাতনকারী বাসার লোকদের আইনের আওতায় নিয়েছে।
এ ব্যাপারে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক দৈনিক ইনকিলাবকে বলেন, সামাজিক অস্থিরতা, বিচার বিলম্বিত হওয়া, পারিবারিক ও সামাজিক শিক্ষার অভাব এবং অপরাধীরা ধরা না পড়ায় হত্যাসহ নিষ্ঠুর ঘটনা সংঘটিত হচ্ছে। আকাশ সাংস্কৃতি নষ্ট করছে সামাজিক পরিবেশ। একই সাথে সমাজে মানুষের মধ্যে একটা অসম প্রতিযোগিতা চলছে। তিনি আরো বলেন, অপরাধীদের দ্রæত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। আইনের সঠিক প্রয়োগ করতে হবে পুলিশ প্রশাসনকে। অপরাধীর কি পরিচয় সেদিকে না গিয়ে আইনের শাসন পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হলে এ ধরনের নিষ্ঠুর ঘটনা কমে আসবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নেহাল করিম বলেন, ক্ষোভ থেকেই অপরাধ সংঘটনে নৃশংসতা বেশি হয়। আইন থাকলেও এর সঠিক প্রয়োগের অভাবে নির্মম ও নিষ্ঠুরতম ঘটনা ঘটাতে সাহস পাচ্ছে মানুষ। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক ও পারিবারিক মূল্যবোধ জোরালো করতে হবে।
ঢাকা রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে। ফলে নৃশংস ও নিষ্ঠুর ঘটনার পর মানুষের মধ্যে যে ধরনের প্রতিক্রিয়া হওয়া উচিত তা হচ্ছে না। আমরা ওই ধরনের ঘটনা ছাড়াও প্রতিটি অপরাধের মামলায় গুরুত্বের সাথে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করছি।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌস বলেন, সামাজিক ও পারিবারিক বন্ধন দুর্বল হয়ে পড়া, আর্থ-সামাজিক প্রেক্ষাপট, ইন্টারনেটের অপব্যবহার এ ধরনের অপরাধের ঘটনা ঘটছে। পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় হলে মানুষ খারাপ কাজ করতে একটু হলেও ভাবে। খুনসহ যেসব নিষ্ঠুর ঘটনা ঘটছে পুলিশ তার তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।