Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী- তারেক রহমান অবশ্যই ব্রিটিশ

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৮, ১০:৫৬ পিএম

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান তার বাংলাদেশী পাশপোর্ট স্যারেন্ডার করে নাগরিকত্ব বর্জন করেছেন বলে চ্যালেন্স ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গতকাল রোববার জাতীয় সংসদে বাজেটের উপর সাধারন আলোচনায় অংশ নিয়ে তিনি জানিয়েছেন, তারেক রহমান তার বাংলাদেশী নাগরিকত্ব ত্যাগ করেছেন তার অনেক প্রমাণ রয়েছে। স¤প্রতি একটি বিট্রিশ কোম্পানীর ডিরেক্টর হিসেবে তার নাম উল্লেখ রয়েছে, সেখানে তার নাগরিকত্বের উল্লেখ করা হয়েছে ‘ব্রিটিশ’। যদিও ৪ মাস পরে তা তুলে বদল করে বাংলাদেশী’ উল্লেখ করা হয়েছে। উইকিলিসসহ আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান এটি প্রকাশ করেছে। তিনি বলেন, আমি যখন বললাম তারেক রহমান বাংলাদেশী নাগরিকত্ব বর্জন করেছে, তখন বিএনপির পক্ষ থেকে আমাকে আইনী নোটিশ দেয়া হয়। আমি তাদের চ্যালেন্স গ্রহন করে প্রমান করে দিয়েছি সত্যি তারেক রহমান আর বাংলাদেশী নাগরিক নয়, তিনি পাশপোর্ট স্যারেন্ডার করে নাগরিকত্ব ত্যাগ করেছেন। তার ব্রিটিশ পাশপোর্টও থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে অর্থমন্ত্রীর একটি ভিডিও এডিট করে প্রবাসীদের ভুল বুঝিয়ে বলা হচ্ছে অর্থমন্ত্রী নাকি প্রবাসীদের আয়ের উপর বেশি ট্যাক্স আরোপ করেছেন। যে ভিডিওটি পুরো ভুয়া বলে মন্তব্য করেন শাহরিয়ার আলম। তিনি বলেন, আমরা যদি এ বাজেট বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের প্রবৃদ্ধি ৭ দশমিক ৬৫ শতাংশে উন্নীত হবে। আর এটি হলে বিশ্বের যে কোন দেশের চেয়ে বড় সাফল্য অর্জিত হবে।

 

 



 

Show all comments
  • Sarwar Murshed ২৫ জুন, ২০১৮, ১:৩৭ পিএম says : 1
    Ki boss deshe firay ante partesen na? tai British banay felsen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটিশ

৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ