Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাজিল দলে চোটের হানা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৮, ১০:০৪ পিএম

কোস্টারিকার বিপক্ষে শেষ মুহূর্তের জয় ব্রাজিল শিবিরের ছবিটাই বদলে দিয়েছে। যদিও মাঠে নেইমারের ব্যবহারে আঘাত পেয়েছিলেন বলে ম্যাচ শেষে জানান দলের সিনিয়র সদস্য ও অধিনায়ক থিয়াগো সিলভা। সে যাই হোক, ম্যাচের পরের দিন বাধ্যতামূলক অনুশীলন ছিল না ব্রাজিল শিবিরে। সোচির প্রস্তুতি শিবিরে মার্সেলো ভিয়েরো, কাজিমিরোরা মাঠে নামলেও দেখা যায়নি নেইমারকে।
অনুশীলন হয়েছে আসলে নামে নামে। মার্সেলো-সহ কয়েক জন সময় কাটান ‘টেক বল’ খেলে। কাজিমিরো মেতে উঠেন বছর চারেকের মেয়ের সঙ্গে খুনঠুসিতে। তিতেও সবকিছু উপভোগ করছিলেন দারুণভাবে। কিন্তু ব্রাজিল শিবিরের স্বস্তি উধাও হয়ে যায় ডগলাস কোস্তার চোটের খবরে। কোস্টারিকার বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে উইলিয়ানকে তুলে ডগলাসকে নামিয়েছিলেন তিতে। ম্যাচের মধ্যেই পায়ের পেশিতে চোট পান ব্রাজিল ফরোয়ার্ড। তখনও বোঝা যায়নি জুভেন্টাস মিডফিল্ডারের চোট কতটা গুরুতর। শনিবার ডাক্তারি পরীক্ষার পরে জানা গেছে, সার্বিয়ার বিরুদ্ধে গ্রæপের শেষ ম্যাচে খেলতে পারবেন না তিনি। খেলতে পারবেন না ম্যানচেস্টার সিটি ফুল-ব্যাক দানিলোও।
সার্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচ ২৭ জুন মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে। তবে এই দুই তারকা সোচিতে দলের বেসক্যাম্পেই থাকবেন। শনিবার ব্রাজিল জাতীয় দলের ডাক্তার রদ্রিগো লাসমার বলেন, ‘ম্যাচ শেষে ডগøাস কস্তা ডান হ্যামিস্ট্রিংয়ে ব্যাথার কথা জানায়। সে এসেছেলি বাঁ-পায়ের ইনজুরি নিয়ে। কিন্তু এবারের বিষয়টা আলাদা।’ একই সঙ্গে রদ্রিগো এটাও জানান, ‘সার্বিয়া ম্যাচ খেলতে ডগলাস ও দানিলোকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে না। ওরা সোচিতেই থাকবে। কারণ, এখানকার চিকিৎসা ব্যবস্থা উন্নত।’
কোস্টারিকার বিরুদ্ধে চোট পাওয়ার পরেও মাঠ ছাড়েননি কস্তা। বাকি সময় মাঠেই ছিলেন। ৯৭ মিনিটে তাঁর পাস থেকে গোল করেন নেইমার। অভিভূত ব্রাজিল জাতীয় দলের ডাক্তার বলেছেন, ‘ডগলাসের দায়বদ্ধতায় আমরা মুগ্ধ। একবারের জন্যেও বলেনি যে, সে চোট পেয়েছে। ম্যাচ শেষ হওয়ার পরে চোটের খবর আমাদের জানায়।’ কবে মাঠে ফিরবেন ডগলাস? লাসমার বলেছেন, ‘এই ধরনের চোট নিয়ে ভবিষ্যদ্বাণী করা যায় না। তাই বলা সম্ভব নয়, ঠিক কবে মাঠে ফিরতে পারবে ডগলাস। তবে আশা করছি, ও দ্রæত সুস্থ হয়ে উঠবে।’ যদিও ব্রাজিলের সংবাদমাধ্যমের একাংশের দাবি, এই বিশ্বকাপে ডগলাসের মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ। আর দানিলো? লাসমার বলছেন, ‘দানিলোরও চোট পেশিতে। তবে ওর আঘাত খুব একটা গুরুতর নয়। দ্রæত ও মাঠে ফিরবে।’
কোস্টারিকা ম্যাচে ব্রাজিলের অধিনায়ক ছিলেন থিয়াগো সিলভা। তিনি অবশ্য এই মুহূর্তে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে নারাজ। থিয়াগো বলেছেন, ‘আমাদের এই দলটার সব চেয়ে ইতিবাচক দিক হচ্ছে, শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া। আমাদের পাখির চোখ এখন বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রাজিল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ