Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নান্দাইলে সাবেক এম.পি’র গাড়ীতে হামলা ঘটনায় অভিযোগ দায়ের

প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল আব্দুস সালামের গাড়ীতে হামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ভুইয়া বাদি হয়ে নান্দাইল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্র জানায়, ২৩ জানুয়ারী শনিবার বিকাল ৩টায় নান্দাইল উপজেলা মুশুল্লী ইউঃ আওয়ামী লীগের উদ্যোগে মেরেঙ্গা বাজারে এক সমাবেশের আয়োজন করলে বর্তমান সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন সমর্থিত গ্রæপ একই স্থানে আরেকটি সমাবেশের আয়োজন করে দু’পক্ষই স্বশস্ত্র অবস্থান নেয় ঐ এলাকায়। সংঘাত এড়াতে প্রশাসন ঐ স্থানসহ সমগ্র ইউনিয়নে ১৪৪ ধারা জারী করে। এদিকে ১৪৪ ধারার বিষয়টি না জেনেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি তাঁর গাড়ীর বহর নিয়ে সমাবেশ স্থলের সন্নিকটে যাওয়া মাত্র তুহিন গ্রæপের বাধার মুখে গাড়ীবহর নিয়ে নান্দাইল উপজেলা সদরে ফিরে আসার সময় নান্দাইল রোড চৌরাস্তা এলাকায় কতিপয় সন্ত্রাসী কর্তৃক আক্রান্ত হন। সন্ত্রাসীরা সাবেক এমপি’র গাড়ীর সামনের কাঁচ ভেঙ্গে ফেলে এবং পুরো গাড়ী বহরের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। সভাপতির গাড়ী বহরে হামলার খবর উপজেলা সদরে পৌছলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ভুইয়া নেতৃত্বে বিকাল ৩.৩০ মিঃ থেকে উপজেলা পরিষদের সম্মুখে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। এ সময় আটকে পড়া অসংখ্য যানবাহনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। প্রশাসনের সাথে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিশেষ আলোচনায় ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসের প্রেক্ষিতে সন্ধ্যা ৬.৪৫ মিঃ অবরোধ প্রত্যাহার করা হয়। এ রির্পোট পাঠানো পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নান্দাইলে সাবেক এম.পি’র গাড়ীতে হামলা ঘটনায় অভিযোগ দায়ের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ