Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেলিহোমে বর্ষবরণ ও ২০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান

প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রতি বছরই বাংলা নববর্ষকে বরণ করতে টিভি অনুষ্ঠান প্রযোজনা প্রতিষ্ঠান টেলিহোম আয়োজন করে বর্ণাঢ্য অনুষ্ঠানের। ২০ বছর ধরে টেলিহোম বাংলাদেশের শিল্পী, কলাকুশলীদের নিয়ে এ আয়োজনটি করে আসছে। এবারও আয়োজন করা হবে। রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন টিভি নাটকের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী, নির্মাতা ও প্রযোজক। সারা বছর ব্যস্ততার কারণে শিল্পীরা একসঙ্গে হওয়ার সুযোগ খুব কম পান। বিষয়টি মাথায় রেখেই টেলিহোম নববর্ষে এই বিশেষ মিলনমেলার আয়োজন করে। দিনব্যাপী এ মিলনমেলা গান-বাজনাসহ তারকাদের আড্ডাস্থলে পরিণত হয়। এবারের আয়োজন একটু অন্য রকম হবে বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার আলী বশির ও শামীমা শাম্মী। এবারের টেলিহোমে বর্ষবরণ ও ২০ বছর পূর্তি অনুষ্ঠান একসঙ্গে পালিত হবে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শিল্পী সন্দীপন ও লোপা হোসাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেলিহোমে বর্ষবরণ ও ২০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ