মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাঁচ বছর বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে ইরাক ও তুরস্কের স্থলপথ। ইরাকি কোম্পানি ফর প্যাসেঞ্জার এন্ড ডেলিগেট ট্রান্সপোর্ট জানিয়েছে বাগদাদ ও ইস্তাম্বুলের মধ্যকার স্থলপথ পাঁচ বছর বিরতি থাকার পর আবার খুলে দেওয়া হচ্ছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, এই সংযোগ পুনরায় চালু করতে তুরস্কের ইটিএ কোম্পানি সহায়তা করেছেন। পাঁচ বছর আগে ইরাকের উত্তরাঞ্চলের অনেক স্থানের নিরাপত্তা পরিস্থিতির কারণে এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ইরাকের প্রতিষ্ঠানটির পরিচালক ইসরাহ সাবাহ জানান, ভিআইপি স্টাইলের এই বাসগুলো ইরাক ও তুরস্কের মধ্যে সপ্তাহে দুইবার যাওয়া-আসা করবে। ২০ জুন এই সেবা শুরু হয়েছে। এজন্য প্রত্যেক যাত্রীকে ৭৫ ডলার ব্যয় করতে হবে। দুই বছরের কম বয়সী শিশুদের জন্য কোনও টিকিট লাগবে না। তিনি বলেন, ‘বাগদাদদের আলাউই এলাকার ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট অফিস থেকে যাত্রা শুরু করবে বাসটি। এরপর সামারা, তিকরিত, মসুল ও জাখো হয়ে তুর্কি সীমান্তে যাবে। সেখানে গাজিয়ানটেপ, আঙ্কারা, পোলো, সাকারিয়া ও ইউঝা হয়ে ইস্তাম্বুল পৌঁছাবে বাসটি। কর্তৃপক্ষের দাবি, দুই দেশের যাত্রীরা এই রুটর মাধ্যমে সাশ্রয়ীভাবে চলাচল করতে পারবে। আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।