মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের মহারাষ্ট্র রাজ্যের এক নারীর গায়ের গাঢ় রঙ ও তার রান্নার ধরন নিয়ে উপহাসের জেরে প্রাণ দিতে হল চারটি শিশুসহ পাঁচ জনকে। আত্মীয়-স্বজনদের ক্রমাগত উপহাসে ত্যক্ত ২৮ বছর বয়সী ওই নারী খাবারে বিষ মিশিয়ে দেন বলে অভিযোগ। রাজ্যের রাইগাদ জেলার এ ঘটনায় ওই পরিবারের আরও ১২০ জন অতিথি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ সূত্রে জানা গেছে, মাহাদ গ্রামের গৃহবধূ প্রজ্ঞা সুরবাস তার আত্মীয় সুভাষ মানের বাড়িতে এক অনুষ্ঠানের সময় খাবারে কীটনাশক মিশিয়ে সেই খাবার অতিথিদের খেতে দেন। এমনকি শিশুরাও বাদ পড়েনি। রাতের ওই খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই লোকজন পেট ব্যথা হচ্ছে বলে জানায় এবং বমি করতে শুরু করে। এরপর একের পর এক বিভিন্ন জনকে হাসপাতালে নিয়ে যাওয়া শুরু হয়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে জানতে পারে অসুস্থ হয়ে পড়া সবাই একই অনুষ্ঠানে খাবার খেয়েছেন। খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠালে সেখানে খাবারে কীটনাশকের উপস্থিতি ধরা পড়ে বলে জানিয়েছে পুলিশ। তারা তদন্ত শুরু করে এবং সুভাষ মানের বাড়ির কাছে কীটনাশক খুঁজে পায়। পুলিশ সব অতিথির সঙ্গে কথা বলে, এ সময় প্রজ্ঞা সুরবাসের কথাবার্তা তাদের সন্দেহের উদ্রেক করে। তাকে আরও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে, অপমানের প্রতিশোধ নিতে সে খাবারে বিষ মিশিয়েছে। তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা ও অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয়েছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।