Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত-যুক্তরাষ্ট্র ২+২ সংলাপ ৬ জুলাই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৮, ৭:৪৬ পিএম

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ‘২+২ সংলাপ’ ৬ জুলাই হবে। উভয় দেশের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইকেল আর পম্পেই ও প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ওয়াশিংটনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারামনকে স্বাগত জানাবেন। মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে জানানো হয়েছে, সংলাপে ‘যুক্তরাষ্ট্র ও ভারত যৌথভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রেক্ষাপটে কৌশলগত, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার ওপর জোর দেওয়া’ হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০১৭ সালের জুনে ওয়াশিংটন সফরের সময় নতুন সংলাপের এই ফরম্যাটের ব্যাপারে দুই দেশ একমত হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুই দেশ তাদের কৌশলগত ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করা; পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে মত বিনিময় করবে বলে আশা করা হচ্ছে। কয়েকটি কৌশলগত ও বাণিজ্য ইস্যুতে দুই দেশের মধ্যে মতপার্থক্য দেখা দেওয়ার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সংলাপে অংশ নেওয়া ভারতীয়দের আবারো আশ্বস্ত করতে চেষ্টা করবে যে তারা মার্কিন আইনে থাকা রুশবিরোধী তৃতীয় পক্ষের ওপর অবরোধ থেকে ভারতকে রক্ষা করবেন। সাউথ এশিয়ান মনিটর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ