Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে ফুটেছে ‘নাইট কুইন’

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৮, ৭:৩৮ পিএম

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া তরুণ সমাজের উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ভাস্কর সরকারের বাসার ফুল বাগানের একটি গাছে একসঙ্গে ১৩ টি রাতের রানীর নাইট কুইনের দেখা মিলেছে। তিনি উপজেলার ওয়ালিয়া ৬নং ওয়ার্ডের বাসিন্দা।
গত শনিবার রাতে ভাস্কর সরকারের বাসার ফুলবাগানে টবে লাগানো একটি গাছে একসঙ্গে দেখা মেলে বিরল প্রজাতির মিষ্টি গন্ধযুক্ত ১৩ টি রাতের রানীর। নাইট কুইনের বৈজ্ঞানিক নাম ঊঢ়রঢ়যুষষঁস ড়ীুঢ়বঃধষঁস এবং ইংরেজিতে উঁঃপযসধহ’ং ঢ়রঢ়ব ও য়ঁববহ ড়ভ ঃযব হরমযঃ নামে পরিচিত। কিছুটা ক্যাকটাস জাতীয় এ ফুলটির আদি নিবাস আমেরিকার দক্ষিণাঞ্চালে এবং মেক্সিকোতে। অনেকটা পদ্মফুলের মতো দেখতে, সাদা রং। মিষ্টি গন্ধ যুক্ত এ ফুলটি রাতে ফোটে আবার মধ্য রাত পার হলেই মিলিয়ে যেতে শুরু করে। তাই নাইট কুইনকে রাতের রানী বলা হয়।
ভাস্কর সরকার দৈনিক ইনকিলাবকে জানান, ১০ বছর পূর্বে রাজশাহী বিভাগের ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের বাসায় থেকে ওই ফুল গাছটির চারা তিনি নিয়ে আসেন। তার বাড়ির ফুল বাগানের এক কোনে টবে গাছটি লাগিয়ে তিনি ও তার ফুফু নীলা সরকার নিবীড় পরিচর্যার মাধ্যমে গত ৫ বছর থেকে ফুল ধরছে। প্রতি বছরের ন্যায় এবারও গাছটিতে এক সঙ্গে ১৩টি ফুল ফোটে। এর আগে ১৫ টি পর্যন্ত ফুল এক সঙ্গে ফুটেছে। তিনি আরও জানান, সন্ধ্যায় হঠাৎ গাছে ১৩ কলি দেখতে পান তার ফুফু। এরপর রাত্রী গড়াতেই ফুটতে শুরু করে নাইট কুইন। ভাস্কর সরকারের ফুফু নীলা সরকার জানান, রাতে একে একে ১৩টি ফুল ফোটে। ফুলের মিষ্টি গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়লে প্রতিবেশিরা রাতের রানীকে একবার দেখার জন্য ছুটে আসে তার বাসায়।
এবারও ১৩টি ফুল ফোটায় তার পরিবার অত্যন্ত আনন্দিত। রাতের রানী কে একবার দেখার জন্য আগত উৎসুক জনতার মধ্যে ওয়ালিয়া তরুণ সমাজের যুগ্ন-সাধারণ সম্পাদক রিমন হোসেন দৈনিক ইনকিলাবকে তার অভিমত ব্যক্ত করে বলেন, ‘আমি জীবনে অনেক বার নাইট কুইনের নাম শুনেছি আজ বাস্তবে প্রথম দেখলাম, তার অপরূপ সৌন্দর্য দেখে আমি বিমোহিত। ’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটেছে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ