Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

লেজার ভিশনের বৈশাখী আয়োজন

প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলা নববর্ষ উপলক্ষে বরাবরের মতো অডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন এবারও বেশ কয়েকটি অ্যালবাম বাজারে নিয়ে আসছে। অ্যালবামগুলোর মধ্যে ফোক, আধুনিক, লালন ও রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম স্থান পেয়েছে। তবে বৈশাখী আমেজকে সামনে রেখে বিশেষ করে ফোক ধারার অ্যালবাম প্রাধান্য পেয়েছে এবার। এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী’র দ্বিতীয় একক অডিও অ্যালবাম ‘বেলাল খান ফিচারিং মায়া’। অ্যালবামটির গানের কথা লিখেছেন অনুরূপ আইচ, জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন ও সোমেশ্বর অলি এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বেলাল খান। ফোক, ফিউশন ও মেলোডী ধারার ৯টি গান রয়েছে। অ্যালবাটিতে বেলাল খান ও ঐশী’র একটি দ্বৈত গানসহ বেলাল খানের কণ্ঠে আরও তিনটি গান রয়েছে। সম্পূর্ণ ফোক গান নিয়ে শিমুল খানের অডিও অ্যালবাম ‘যাদু জানে’। অ্যালবামটির গানের কথা ও সুর করেছেন ননতু ক্ষ্যাপা, আক্কাস দেওয়ান, সরকার মালেক, খোয়াজ মিয়া ও রাধা রমন। অ্যালবামটির সঙ্গীতায়োজনে ছিলেন আরফিন রুমী, সুমন কল্যান, মুশফিক লিটু ও তানবির রনী। অ্যালবামটিতে মোট ৮টি গান রয়েছে। দীর্ঘ বিরতির পর ডিফরেন্ট টাচ ব্যান্ডের ভোকালিষ্ট মেস্বা রহমানের একক অডিও অ্যালবাম ‘তোমার জন্য’। অ্যালবামটির গানের কথা লিখেছেন মেস্বা রহমান, সোহেল রাজ, ডাবøুউ, লিখন ও সালামন এবং সুর করেছেন সোহেল রাজ, মেস্বা রহমান ও সালমান। অ্যালবামে মেলোডী ধারার মোট ৯টি গান রয়েছে। একটি গানে সহ-শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী। লোকগানের দল নকশীকাঁথার অ্যালবাম ‘নকশীকাঁথার গান’। নকশীকাঁথা ব্যান্ডের ভোকাল সাজেদ ফাতেমী কণ্ঠে মোট ৭টি গান রয়েছে। এরমধ্যে একটি গান ময়মনসিং গীতিকা থেকে নেয়া। একটি গান লিখেছেন সারফুদ্দিন আহমেদ। বাকি গানগুলোর কথা ও সুর করেছেন সাজেদ ফাতেমীর। আর্ব এন্টারটেইনমেন্ট প্রযোজিত ও লেজার ভিশনের পরিবেশনায় জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও ডলি সায়ন্তনীর দ্বৈত অ্যালবাম ‘প্রজেক্ট ডলি সায়ন্তনী’। অ্যালবামটির গানের কথা ও সুর করেছেন শ্রী প্রীতম। মেলোডি ও ফিউশন ধারার মোট ৬টি গান রয়েছে। লালন তাত্বিক গানের অডিও অ্যালবাম ‘আলেক বাজি’। অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন লালন ঘরানার কণ্ঠশিল্পী সালেহ। অ্যালবামটির সঙ্গীতায়োজনে ছিলেন আল আমিন। অ্যালবামটিতে মেট ৮টি গান রয়েছে। মিক্সড অ্যালবাম ‘বকুল চাঁপা’। অ্যালবামটির কণ্ঠ শিল্পীরা হলেন- ফাহমিদা নবী, সজীব দাস, নির্ঝর, হৃদয় হাসান, শশী, রিয়াজ লিটন, অবন্তী সিঁথি, কদর, অয়ন চাকলাদার, ওয়ালিদ, মৌটুসী, অরিন, রনি ও দিলরুবা কামাল। গানগুলোর কথা লিখেছেন ওয়ালিদ আহমেদ এবং সুর ও সঙ্গীত করেছেন সজীব দাস। অ্যালবামটিতে মেলোডী ধারার মোট ১২টি গান রয়েছে। আরেকটি মিক্সড অডিও অ্যালবাম ‘জেড এইচ বাবু ফিচারিং স্বর্ণগুটি’। অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন জেড এইচ বাবু, লামিয়া অনন্যা, গামছা পলাশ, সজীব দাস, নাঈম তালুকদার, সরন, রাজীব, অনন্যা আচার্যী, জয় আাকন্দ, মঈন, মৌসুমী, তানভীর তমাল, এস কে সাগর। অ্যালবামটিতে গানের কথা ও সুর করেছেন- নাঈম তালুকদার, আব্দুর রহমান, সাদেক খান, রাতুল, তানভীর জাহান চৌধুরী, এম জে রোমেল, মঈন, মৃত কলিমুদ্দিন, এস কে সাগর। অ্যালবামটির সঙ্গীতায়োজনে ছিলেন জেড এইচ বাবু। কণ্ঠশিল্পী মকবুল হোসেন’র রবীন্দ্রনাথের গানের অ্যালবাম ‘মিলন মেলা’। অ্যালবামটিতে রবীন্দ্রনাথের জনপ্রিয় ১০টি গান রয়েছে। অ্যালবামটির সঙ্গীতায়োজনে ছিলেন কলকাতার দূর্বাদল চট্টোপাধ্যায়। প্রথিতযশা কণ্ঠশিল্পী হাসিনা মমতাজ’র আধুনিক গানের অ্যালবাম ‘মন যেন এক সোনার পাখি’। অ্যালবামটিতে মোট ১৪টি মেলোডী ধাঁচের গান রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লেজার ভিশনের বৈশাখী আয়োজন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ