Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কনকনে হাওয়া ঘন কুয়াশার সাথে শৈত্যপ্রবাহের বিস্তার

প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো: হিমেল কনকনে হাওয়া ও ঘন কুয়াশার সাথে শৈত্যপ্রবাহের তীব্রতা ও বিস্তার আরও বেড়ে গেছে। গতকাল (রোববার) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা এ মওসুমের এ যাবত সর্বনিম্ন রেকর্ড। যশোরে তাপমাত্রার পারদ নেমে গেছে ৬.৬ ও রাজশাহীতে ৬.৮ ডিগ্রি সেলসিয়াসে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ ও ১১.৪, চট্টগ্রামে ২৩.৮ ও ১৩.২ ডিগ্রি সে.। বিশেষত রাজশাহী রংপুর ও খুলনা অঞ্চলে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে ব্যবধান কমে যাবার কারণে শীতের প্রকোপ অনেক বেড়ে গেছে।
আজ (সোমবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও সীতাকুÐ অঞ্চলসহ রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। রাতের তাপমাত্রা দেশের দক্ষিণাংশে সামান্য হ্রাস পেতে পারে, উত্তরাংশে অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সারাদেশে সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এর ৫দিন পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কনকনে হাওয়া ঘন কুয়াশার সাথে শৈত্যপ্রবাহের বিস্তার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ