Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে স্বস্তির বৃষ্টি- বিরূপ আবহাওয়ায় অতিরিক্ত যাত্রী নিয়ে নৌযানগুলোর মেঘনা পাড়ি

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৮, ১১:১১ পিএম

বরিশাল ব্যুরো : আষাঢ়ের অস্বস্তিকর তাপদাহের পরে ভারি বর্ষনে দক্ষিনাঞ্চলে স্বস্তি ফিরে এলেও সুস্থ্য জনজীবনে কিছুটা অচলবস্থাও সৃষ্টি হয়। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রী থেকে গতকাল ২৮ ডিগ্রীর নিচে নেমে আসে। আকাশ কালো করা মেঘ নিয়ে গতকাল সকালের সূচনা হলেও ১০টার পরেই হালকা থেকে মাঝারী বর্ষন দুপুর পর্যন্ত অব্যাহত ছিল। ঈদের পরে গতকালই দক্ষিণাঞ্চলে শিশুদের বেশীরভাগ স্কুলগুলো খুললেও বৃষ্টি অভিভাবকদেরও বিড়ম্বনায় ফেলে। পাশাপাশি ঈদ পরবর্তি কর্মস্থলমুখি জন¯্রােতে গতকাল ছিল সর্বাধিক ভীড়। দক্ষিনাঞ্চলের অর্ধ শতাধিক নৌ টার্মিনাল ও লঞ্চঘাট থেকে রাজধানীমুখি শতাধিক নৌযানে তিল ধরারও ঠাই ছিলনা। বিরূপ আবহাওয়ায়ও সর্বোচ্চ ঝুকি নিয়ে নৌযানগুলো ধারন ক্ষমতার প্রায় তিনগুন যাত্রী নিয়ে ঢাকার উদ্যেশ্যে মেঘনা পাড়ি দিয়েছে। দক্ষিনাঞ্চলের নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। গতকাল দুপুর ৩টা পর্যন্ত বরিশালে প্রায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
গতকাল সকাল ৬টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ ডিগ্রী সেলসিয়াস। তবে বেলা ১০টার পরে আকাশ কালো করা মেঘের সাথে মাঝারী থেকে ভারী বর্ষনে জীবন যাত্রায় কিছুটা ছন্দ পতন ঘটলেও স্বস্তি ফিরে আসে। আবহাওয়া বিভাগ থেকে বরিশাল সহ উপকূলীয় এলাকায় অস্থায়ী দমকা হাওয়া এবং বিজলী চমকানো হালকা থেকে মাঝারী বর্ষনের কথা বলা হয়েছে। সে সাথে দেশের কোন কোন এলাকায় মাঝারী থেকে ভারী এবং ভারী বর্ষনও হতে পারে বলে জানান হয়েছে। দক্ষিণাঞ্চল সহ সারা দেশেই তাপমাত্রা ১-২ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেঘনা

২৪ জানুয়ারি, ২০২২
৩ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ