নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশ্বকাপ মানে একটা উৎসব, সব দেশের সমর্থকেরাই ভীড় করে থাকেন গ্যালারিতে। মাঠের বাইরেও দলকে তারা সমর্থন দেন, তাদের জন্য গলা ফাটান। কিন্তু কখনো কখনো সেই সমর্থন মাত্রা ছাড়িয়ে যায় কিছুটা। শেষ পর্যন্ত খেলোয়াড়দের নেমে এসে করজোড়ে বলতে হয়, ‘ভক্তরা, এবার একটু ক্ষ্যান্ত দিন।’
মেক্সিকোর খেলোয়াড়দের ঠিক এই অভিজ্ঞতাই হয়েছে। বিশ্বকাপে প্রথম ম্যাচে জার্মানিকে হারানোর পর মেক্সিকোর ভক্তদের উচ্ছ¡াস এখন তুঙ্গে। গতকাল দক্ষিণ কোরিয়া ম্যাচেও রস্তোভে জড়ো হয়েছিলেন ২০ হাজার মেক্সিকান। দলটির টিম হোটেলের সামনে থেকেই থেকেই নাচেগানে, উল্লাসে মাতিয়ে রেখেছেন তারা। এর মধ্যে এল মারিয়াচি নামের একটা ব্যান্ড দলের সঙ্গী ছিল বাদ্যযন্ত্রও। সব মিলে হোটেলের বাইরে কান পাতা চায়।
এত সব কিছুর মধ্যে ১০টার সময় ধৈর্যের বাধ ভেঙে গেল খেলোয়াড়দের। নিচে নেমে এলেন রাফায়েল মার্কেজ, সমর্থকদের বললেন শান্ত হতে। অনুরোধ করলেন, ‘আপনারা যে সমর্থন দিয়েছেন তাতে আমরা খুবই খুবই আনন্দিত। আমি নিজেও মনে করি এমন সমর্থন পেয়ে আমরা ধন্য। তবে এবার মনে হয় আমাদের বিশ্রামেরও সুযোগ করে দেওয়া উচিত।’
মার্কেজের কথার পরেই অবশ্য তাকে নিয়েই আবার উল্লাস শুরু করে দিয়েছে সমর্থকেরা। নেচে গেয়ে কেউ কেউ পারলে কোলে তুলে নেয়, তার নামে ¯েøাগানও ধরতে থাকে। অনুরোধে শেষ পর্যন্ত কাজ হয়েছে সন্দেহ। পরে অবশ্য মেক্সিকো দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একই অনুরোধ করা হয়েছে সবাইকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।