Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কে ১৪ সন্দেহভাজন গ্রেফতার, হামলা পরিকল্পনার অভিযোগ

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৮, ৯:৩৭ পিএম

ইনকিলাব ডেস্ক : ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন ১৪ জন নতুন সদস্যকে আটকের ঘোষণা দিয়েছে তুরস্ক। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির খবরে নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, দেশটির আসন্ন নির্বাচনে হামলার পরিকল্পনা ছিল ওই সন্দেহভাজন জঙ্গিদের। শুক্রবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। সা¤প্রতিক বছরগুলোতে তুরস্কে বেড়েছে আইএস’র প্রভাব। গত কয়েক বছরে দেশটিতে বেশকিছু হামলা পরিচালনা করেছে আইএস। ২০১৭ সালে নতুন বছর উদযাপন উৎসবের দিনে একটি নৈশ ক্লাবের হামলায় বহু মানুষ হতাহত হয়। রবিবার তুরস্কের জনগণ প্রেসিডেন্ট এবং সংসদ নির্বাচনে ভোট দেবেন, তার কয়েকদিন আগে নতুন করে হামলা হয়। শুক্রবার সকালে তুরস্কের রাজধানী আঙ্কারায় পরপর কয়েকটি অতর্কিত অভিযান চালিয়ে ১৪জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। তবে ওই অভিযানে কি ধরনের জিনিষ বা উপাদান আটক করা হয়েছে তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। আনাদুলো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ