পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্র্টার : একাদশ সংসদ নির্বাচনে নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে বিএনপির সঙ্গে প্রেম করার কোন সুযোগ নেই বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে প্রেম ভালবাসার কোন স্থান নেই। রাজনীতি হচ্ছে হিসেবের অংক। হিসেবের অংকে এখানে করুনা করা, ভালবাসা দেওয়া, প্রেম করার কোন সুযোগ নেই।’ সংসদ নির্বাচনের পরিকল্পনা থেকে আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচনকালীন সরকার গঠনের কথা বলছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ধানমÐিস্থ’ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের এক সংবাদ সম্মেলনে এবারের নির্বাচনকালীন সরকার গঠনে বিএনপি অংশ গ্রহনের কোন ধরনের সুযোগ থাকছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।
নির্বাচনের আগে বিএনপির সঙ্গে সংলাপের কোন সম্ভাবনা আছে কি না জানতে চাইলে কাদের বলেন, ‘কোন প্রয়োজন তো দেখছি না। গতবার তারা সেই ট্রেন মিস করেছে। গণভবনে প্রধানমন্ত্রী ডেকেছেন। বেগম জিয়ার প্রত্যাখ্যানের ভাষাটা এখনো কানে ভাসে। কি অশালীন অশ্রাব্য ভাষা সাবেক প্রধানমন্ত্রীর মুখে। এটা ভাবতে লজ্জা লাগে। সেদিন তারা বুজিয়ে দিয়েছে তারা সংলাপ চান না। তারা আলোচনা চান না। এখন সংলাপ চায় এখন সংলাপের কোন প্রয়োজন নেই।’
তিনি বলেন, ‘বিএনপি আসলে কি চায়, সেটা আমরা জানতে চাই। বিএনপি কি চায় বিএনপিও জানে না। আমাদের একটা সু-নির্দিষ্ট লক্ষ আছে। আমরা কি চাই সেটা বলতে আমাদের কোন সমস্য নাই। আমরা চাই দেশের সংবিধানের যে অরবিট আছে। এই সাংবিধানিক অরবিটের মধ্যে থেকে সরকার হিসেবে রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব পালন করা।’
তিনি বলেন, ‘তাদের কোন কথা সঠিক। তারা একদিকে বলে নির্বাচনেও তারা যাবে, আরেক দিকে বলে আন্দোলনেরও প্রস্তুতি নিচ্ছে। তারা আসলে কোনটা চায়? তাদের কোন বিষয়ই পরিষ্কার নয়। তাদের বক্তব্য সকালে একরকম বিকালে আরেক রকম। এক নেতা বলে এক কথা আরেক নেতা বলে আরেক রকম। কার কথা সঠিক, কোন কথা সঠিক?’
বিএনপির নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন ,‘নিরপেক্ষতা বলতে কি বুঝাতে চাইছে। কারা নিরপেক্ষ? নিরপেক্ষতার সংজ্ঞা বিএনপির কাছে আমি জানতে চাই। কেমন নিরপেক্ষতা, বিএনপির নিরপেক্ষতা হলো তাদের দলের লোকজন। আর বাকি সবাই হচ্ছে পক্ষপাত পুষ্ট।’
আগামী নির্বাচনের আগে বিরোধীদের নির্বাচন বানচালের কোন ষড়যন্ত্রের আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, আশঙ্কা তো থাকবেই। তবে এবার আমরা খুব কনফিডেন্ট। এবার গতবারের মত জালাও পোড়াও করে কেউ পার পাবে না। আবারও বলছি কেউ যদি ২০০১ সালের রঙ্গিন খোয়াব দেখতে চান সে রঙ্গিন খোয়াব আর সফল হবে না।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।