Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাটা হচ্ছে বনের মূল্যবান গাছ - ভূমিদস্যুদের দখলে মধ্যপাড়া রেঞ্জের ২ হাজার একর বনভূমি

প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা

দিনাজপুরের মধ্যপাড়া রেঞ্জের ২ হাজার একর বনভূমি ভূমিদস্যুরা দখল করে নিলেও দেখার কেউ নেই। প্রতিদিনই হচ্ছে, নতুন নতুন বনভূমি। বনভুমিতে গড়ে উঠেছে বাড়িঘর, হাটবাজার ও গাছখেকো ‘স’ মিল। এ সকল ‘স’ মিলে কাটা হচ্ছে বনবিভাগের মূল্যবান গাছ। মধ্যপাড়া রেঞ্জ সূত্রে জানা গেছে, ফুলবাড়ী, পার্বতীপুর ও নবাবগঞ্জ উপজেলার ৪টি বিট অঞ্চল নিয়ে গঠিত মধ্যপাড়া রেঞ্জ কার্যালয়। এই রেঞ্জের আওতায় আফতাবগঞ্জ বিটে ১৮০০ একর, ভবানীপুর বিটে ৮০০ একর, সদর মধ্যপাড়া বিটে ৭০০ একর ও কুশদহ বিটে ১২০০ একর বনভূমি রয়েছে। কিন্তু বর্তমানে বন আছে আফতাবগঞ্জ বিটে ৩০০ একর, ভবানীপুর বিটে ৫০০ একর, সদর মধ্যপাড়া বিটে ৪০০ একর ও কুশদহ বিটে ৬০০ একর। বাকি বনভূমির অধিকাংশই দখল করে নিয়েছে ভূমিদস্যুরা। কিন্তু কর্তৃপক্ষের সেদিকে কোনো নজর নেই, নেই ভূমি উদ্ধারের কোনো উদ্যেগ। বনাঞ্চলগুলো ঘুরে দেখা যায়, বনবিভাগের কোলঘেঁষে গড়ে উঠেছে অসংখ্য ‘স’ মিল। প্রতিদিনই ওই ‘স’ মিলগুলোতে কাটা হচ্ছে বনের মূল্যবান গাছ। বনবিভাগের জায়গা দখল করে গড়ে উঠেছে হাট-বাজার, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, কতিপয় অসাধু বন কর্মকর্তারা ওই সকল ‘স’ মিল মালিকদের কাছে মাসোয়ারা, উৎকোচ নিয়ে থাকে। যার ফলে প্রকাশ্যেই বনের গাছ কাটে ‘স’ মিল মালিকেরা। এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা রনজিবুল আলম সত্যতা স্বীকার করে বলেন, ভূমিদস্যুরা প্রায় ৪০ বছর থেকে বনের জায়গা দখল করে নিয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছে, কিন্তু মামলাগুলো ধীরগতির কারণে আইনের ফাঁক-ফোঁকড় দিয়ে ভূমিদস্যুরা বেরিয়ে এসে আবারো বনের জায়গা দখল করছে। বনের জায়গা উদ্ধার করতে গিয়ে অনেক বনকর্মকর্তা ভূমি দস্যুদের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনাও ঘটেছে। বন বিভাগের জনবল সংকটের কারণেই ভূমিদস্যুরা এই সুযোগটি নিয়ে প্রতিদিনই বনের জায়গা দখলে নিচ্ছে পাশাপাশি কাটছে বনের মূল্যবান কাঠ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাটা হচ্ছে বনের মূল্যবান গাছ - ভূমিদস্যুদের দখলে মধ্যপাড়া রেঞ্জের ২ হাজার একর বনভূমি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ