Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডোমারে ৭ জনের মনোনয়নপত্র বাতিল

প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা

আগামী ৭ মে অনুষ্ঠিতব্য ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সোনারায় ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী ফিরোজসহ ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ডোমার উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী জানান, গত সোমবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ের পর উপজেলার ১০টি ইউনিয়নের একজন চেয়ারম্যান প্রার্থীসহ ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসাররা। তাদের মধ্যে সোনারায় ইউনিয়নের আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী গোলাম ফিরোজ, পাঙ্গামটুকপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য সুফিয়া বেগম, গোমনাতী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রুবি আক্তার, একই ইউনিয়নের সাধারণ সদস্য পদে ২নং ওয়ার্ডের ইয়াকুব আলী ও রেজাউল ইসলাম, ৫নং ওয়ার্ডের রুহুল আমীন এবং ৭নং ওয়ার্ডের নজরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। ঋণখেলাপি, ভোটার তালিকার সাথে মনোনয়নপত্রে প্রার্থী, প্রস্তাবক ও সমর্থকের নামের গরমিলসহ বিভিন্ন কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয় বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডোমারে ৭ জনের মনোনয়নপত্র বাতিল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ