Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তর কোরিয়া নিরস্ত্রীকরণের কাজ শুরু করেছে : ট্রাম্প

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৮, ৯:৫৮ পিএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়া তাদের চারটি বড় পরমাণু অস্ত্র পরীক্ষাকেন্দ্র ধ্বংসের কাজ শুরু করেছে। এর মাধ্যমে দেশটি সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করেছে। বৃস্পতিবার হোয়াইট হাউজে মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা বলেছেন। অবশ্য মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা উনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর তারা এ ধরণের কার্যক্রমের কোনো লক্ষণ তারা দেখতে পাননি। ট্রাম্প বলেছেন, ‘তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রসসহ অন্যান্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বন্ধ করেছে। তারা ইঞ্জিন তৈরির কেন্দ্রগুলো ধ্বংস করছে। তারা এগুলো উড়িয়ে দিচ্ছে। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ