Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

জেরুজালেমকে ফিলিস্তিনি রাজধানী ছাড়া শান্তি নয় : আবদুল্লাহ

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৮, ৯:৫৭ পিএম


ইনকিলাব ডেস্ক : জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে না বলে জানিয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। বৃহস্পতিবার রাজধানী আম্মানে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠককালে তিনি এই কথা জানান। জেরুজালেম শহরের পবিত্র ইসলামিক স্থানগুলোর দেখভালের দায়িত্বপালন করে থাকে দেশটি। সফরে মার্কেল মধ্যপ্রাচ্যে ইরানের ‘আক্রমণাত্মক প্রবণতা’ মোকাবেলার জন্য ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে মত দেন। এর আগে আবদুল্লাহর সঙ্গে আম্মানে বৈঠক করেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আঞ্চলিক উন্নয়ন, শান্তি প্রক্রিয়া এবং দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন নিয়ে তারা আলোচনা করেন। তাদের বৈঠকে নেতানিয়াহু জেরুজালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা বজায় রাখার জন্য ইসরাইলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পরের দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইহুদি জামাতা ও উপদেষ্টা জেরাড কুশনার এবং মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া সম্পর্কিত ট্রাম্পের বিশেষ দূত জেসন গ্রিনবøাট শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য আম্মানে বাদশা আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন। হারেৎজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ