Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের বিহিগ্রাম-শিরতা খাল পুনঃখনন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর অধীন (এলজিইডি) অর্ধ কোটি টাকার সাড়ে ৬ কিলোমিটার দৈর্ঘ্যরে খাল পুনঃখনন প্রকল্পটির কাজ লক্ষিকুল থেকে শুরু হয়ে ডুগর পাড়ায় শেষ হয়। নীতিমালা অনুযায়ী শ্রমিক দিয়ে খনন কাজ করার কথা থাকলেও তা মানা হয়নি। জনবল সংকটের দোহায় দিয়ে তড়িঘড়ি করে এক্সকাভেটর (খনন করা) মেশিন দিয়ে ১৫/২০ দিনের মধ্যে কাজ শেষ করা হয়েছে। গত ফ্রেরুয়ারি মাসে কাজ শেষ হবার পর প্রকল্পের সিংহভাগ টাকা উত্তোলন করা হয়েছে। বাকি টাকা উত্তোলনের জন্য ঢাকা থেকে টিম এসে প্রকল্পটি পরিদর্শন করে গেছেন। এলাকাবাসীর অভিযোগ, যা হয় তাই কাজ করে প্রকল্পের টাকা লুটপাট করা হয়েছে। খালটি কত ফিট খনন করা হয়েছে এই প্রশ্নের জবাবে প্রকল্প সভাপতি ফজলুর রহমান বলেন, কোথাও একফিট কোথাও দেড় ফিট। তিনি আরো বলেন, শ্রমিক সংকটের কারণে মেশিন দিয়ে খনন করা হয়েছে। তাছাড়া শ্রমিক দিয়ে খাল খনন করতে বেশি সময় লাগতো বলে তিনি জানান। প্রকল্প বিষয়ে তথ্য জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম বলেন, আমরা তদারকির দায়িত্বে আছি। কাজটি হচ্ছে এল জি ই ডি জয়পুরহাটের মধ্যেমে। নীতিমালা অনুযায়ী কতফিট খনন করতে হবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ