মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার সরকারি বাহিনী দেশটির দক্ষিণ-পশ্চিমের বিদ্রোহী-অধ্যুষিত এলাকায় ব্যাপক আকারে আঘাত হানছে। জর্ডান ও ইসরাইলের দখলকৃত গোলান উপত্যকার সীমান্ত অঞ্চলটি পুনর্দখলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রত্যয় ব্যক্ত করার পর এ অভিযান চালানো হচ্ছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, গত কয়েকদিনে বুসরা আল-হারিরি শহর এবং এর কাছের দেরা এলাকা থেকে সাড়ে ১২ হাজার বেসামরিক লোক পালিয়েছে। ব্রিটেনভিত্তিক অবজারভেটরির প্রধান রামি আবদেল রাহমান বলেন, গত তিনদিন ধরে পশ্চিমাঞ্চলে এবং দারার গ্রামগুলোয় সরকারি বাহিনীর বোমাবর্ষণ ও বিমান হামলা বৃদ্ধি পেলে ১২ হাজারের বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। বেসামরিক মানুষেরা পালিয়ে দক্ষিণ দিকে জর্ডান সীমান্তের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোয় চলে যাচ্ছে। ইরানের আল-আলম টেলিভিশন চ্যানেলকে গত সপ্তাহে দেয়া এক সাক্ষাত্কারে বাশার বলেন, দক্ষিণ সীমান্ত নিয়ে রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের সঙ্গে আলোচনা চলছে। মিত্র রাশিয়া ও ইরানের সহায়তায় বাশারের বাহিনী এরই মধ্যে রাজধানী দামেস্ক এবং হোম শহরের আশপাশের বিদ্রোহী-অধ্যুষিত সর্বশেষ অঞ্চলগুলোয় আক্রমণ চালিয়ে সেগুলো দখলে নিয়েছে। এএফপি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।