Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলনে আলোচনা

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৮, ৯:৫৬ পিএম

ইনকিলাব ডেস্ক : কোরীয় যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর জন্য পুনর্মিলনীর আয়োজন করা নিয়ে আলোচনা করেছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার একটি পর্যটন এলাকায় শুক্রবার দুই কোরিয়ার প্রতিনিধিদের মধ্যে এ আলোচনা হয়। প্রায় তিন বছর ধরে দুই কোরিয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলনীর আয়োজন করা হয়নি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার পর্যটক এলাকা মাউন্ট কুমগাং-এর একটি হোটেলে শুক্রবার বৈঠক হয়। বৈঠকের পর উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের নেতা পাক ইয়ং ইল বলেন, আমাদের উচিত একে অপরের প্রতি বিশ্বাস রেখে এবং একজন আরেকজনকে বোঝার চেষ্টা করার মধ্য দিয়ে ইতিবাচক কিছু অর্জনের চেষ্টা চালানো। আমাদের উচিত, অতীতকে ভুলে আমাদের নেতারা যে পথ খুলেছেন সে পথ ধরে এগিয়ে যাওয়া। মানবিক দিক ও মানবাধিকারের ইস্যু বিবেচনা করে বিচ্ছিন্ন পরিবারগুলোকে একে অপরের সঙ্গে দেখা করার সুযোগ তৈরি করে দেয়ার জন্য আহŸান জানান দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর মধ্যে ভিডিও কনফারেন্স চালু এবং চিঠি আদান-প্রদানের ব্যবস্থা করারও প্রস্তাব দিয়েছেন তারা। ১৯৫০-১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধে দুটি দেশ বিভক্ত হয়ে গেলে কয়েক হাজার পরিবারও বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদের কারও কারও পরস্পরের সঙ্গে সামান্য যোগাযোগ থাকলেও কারও কারও একেবারেই নেই। ১৯৮৮ সাল থেকে দেশ দুটির মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোকে মাঝে মাঝে একত্রিত হওয়ার সুযোগ দেয়া হয়। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ