মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা-ইন এক রাষ্ট্রীয় সফরে রাশিয়া পৌঁছেছেন। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা এবং উত্তর কোরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। ক্রেমলিন জানায়, মুন আজ পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সেখানে বেশ কয়েকটি যৌথ নথি স্বাক্ষর করার কথা রয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থাগুলো ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ইগোর মরগুলভের বরাত দিয়ে জানায়, এ সফরে উত্তর কোরিয়ার সঙ্গে ত্রিমুখী আলাপের বিষয়ে আলোচনা ছাড়াও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হবে। তিনদিনের এ সফরে আগামীকাল শনিবার মুন দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর মধ্যকার বিশ্বকাপের খেলাটিও দেখবেন বলে আশা করা হচ্ছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।