Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

বিলাসী জীবনের অধিকারী জারদারি মনোনয়নপত্র জমা দিয়েছেন

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৮, ১:০৭ এএম


ইনকিলাব ডেস্ক : এত্তো অর্থের মালিক আসিফ আলী জারদারি! তার নিজের রয়েছে ৬টি বুলেটপ্রুফ বিলাসবহুল গাড়ি। আছে কয়েক হাজার কৃষিজমি। দুবাইয়ে আছে সম্পদ। অস্ত্র, ঘোড়া ও পশুসম্পদের পিছনে তিনি কয়েক কোটি রুপি খরচ করেছেন। এমন বিলাসী জীবনের অধিকার পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টির পার্লামেন্টারিয়ান প্রধান আসিফ আলী জারদারি। তার জন্য পাকিস্তানে নির্বাচনে জমা দেয়া হয়েছে মনোনয়নপত্র। তাতেই সম্পদের এই হিসাব দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়, তার রয়েছে সংযুক্ত আরব আমিরাতের আকামা। পাকিস্তানে এক ডজনেরও বেশি সম্পদের মালিক তিনি। এ ছাড়া তিনি তার মরহুমা স্ত্রী ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ৫টি সম্পদ বা প্রপার্টি পেয়েছেন। তবে রাজনৈতিক প্রতিপক্ষ ও মিডিয়ায় বলা হচ্ছে জারদারি তার প্রকৃত সম্পদের হিসাব দেননি। কারণ, ফ্রান্স ও দুবাইয়ে রয়েছে তার প্রাসাদ। ব্রিটেনসহ অন্য দেশগুলোতে রয়েছে তার প্রপার্টি। তবে তিনি মনোনয়নপত্রে পাকিস্তানের বাইরে শুধু একটি সম্পদ বা প্রপার্টি আছে এ ঘোষণা দিয়েছেন। সেটি হলো দুবাইয়ের আল সাফা সেকেন্ড এরিয়াতে একটি উন্মুক্ত প্লট। অনির্দিষ্ট সময়ে এটা কেনা হয়েছে। এটি প্রায় ১০ কোটি রুপি সমমূল্যের। জারদারির মোট সম্পদের মূল্য বলা হয়েছে ৭৫ কোটি ৮৬ লাখ ৬০ হাজার রুপি। মনোনয়নপত্রে আরো বলা হয়েছে, তার ছেলে ও দলের সভাপতি বিলাওয়াল ভুট্টো জারদারির দুবাইতে রয়েছে দুটি ভিলা এবং পাকিস্তানে রয়েছে ২০টি প্রপার্টি। তার মোট সম্পদের পরিমাণ তার পিতা জারদারির প্রায় অর্ধেক। মনোনয়নপত্রে বলা হয়েছে, আসিফ আলী জারদারি তিনটি টয়োটা ল্যান্ড ক্রুজার, দুটি বিএমডবিøউ ও একটি টয়োটা লেক্সাসের মালিক। এসব গাড়ির সবটাই বুলেটপ্রুফ। এ ছাড়া তার কাছে অনির্দিষ্ট সংখ্যক ঘোড়া ও গবাদিপশু আছে। এর মূল্য ধরা হয়েছে ৯৯ লাখ রুপি। অস্ত্র ও গোলাবারুদ যা তার কাছে জমা আছে তার মূল্য এক কোটি ৬৬ লাখ রুপি। আসিফ আলী জারদারি ল্যান্ড মার্কস নামে একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন এক কোটি ২৯ লাখ রুপি। এটি দৃশ্যত একটি রিয়েল এস্টেট ব্যবসা প্রতিষ্ঠান। এ ছাড়া হুমা হাইটসে আসিফ এপার্টমেন্টে তার বিনিয়োগ আছে ৮ লাখ ৯০ হাজার রুপি। তিনি আরো জানিয়েছেন, পাকিস্তানের বাইরে তার কোনো ব্যবসায় মূলধন বিনিয়োগ করা নেই। জারদারি গ্রæপ লিমিটেড ও পার্ক লেন এস্টেট লিমিটেডে তার বিনিয়োগ আছে ১০ লাখ ৭০ হাজার রুপি। তবে তার জারদারি গ্রæপকে ঋণ দেয়া হয়েছে ৪৫ লাখ রুপি। আসিফ আলী জারদারির হাতে নগদ অর্থ আছে ২০ কোটি ৯০ লাখ রুপি। সিল্ক ব্যাংকে জমা আছে ৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার রুপি। সিন্ধু ব্যাংকে আছে এক হাজার রুপি। করাচিতে ডিফেন্স হাউজিং অথরটির ২০০০ বর্গফুটের একটি প্লটের দুটি প্রপার্টি আছে জারদারির। এর মূল্য ১১ কোটি ১৫ লাখ ১০ হাজার রুপি। এ ছাড়া নওয়াবশাহতে তার একটি বাড়ি আছে। এর মূল্য দুই কোটি ২৫ লাখ ৬০ হাজার রুপি। নওয়াবশাহ, লারকানা ও তান্ডো আল্লাহিয়ার এলাকায় তার রয়েছে বিপুল পরিমাণ কৃষিজমি। এর পরিমাণ প্রায় ৭৪০০ একর। এ জমিগুলো তিনি লিজের মাধ্যমে অর্জন করেছেন। তবে পিতার মতো এতো দূর এখনো যেতে পারেন নি পুত্র ও পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তার রয়েছে নগদ ৫ কোটি রুপি। ব্যাংকে রয়েছে প্রায় এক কোটি ৩৮ লাখ ৬০ হাজার রুপি। এর মধ্যে লারকানায় সিন্ধু ব্যাংকে রয়েছে তার এক হাজার রুপি। তবে তার নিজের কোনো গাড়ি নেই। পিতার মতো তারও রয়েছে সংযুক্ত আরব আমিরাতের আকামা। বিলাওয়াল নির্বাচন করছেন জাতীয় পরিষদের ২০০ নম্বর আসন থেকে। এটি লারকানায়। ডন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ