Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিদায়েও খুশি মরক্কো!

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় নিলো মরক্কো। কিন্তু তাই বলে তারা হতাশ নয়। বরং দলের পারফরম্যান্সে খুশি মরক্কোর কোচ হার্ভে রেনাড। এবার ‘বি’ গ্রæপে মরক্কোর প্রতিপক্ষ ইরান, পর্তুগাল ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ইতোমধ্যে তারা দু’ম্যাচ খেলে দু’টিতেই হেরেছে। প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ১-০ ব্যবধানে (আতœঘাতী গোল) হারলেও দ্বিতীয় ম্যাচে পর্তুগালের বিপক্ষে কিছু একটা করে দেখানোর স্বপ্ন ছিলো মরক্কোর। কিন্তু রোনালদোর দুর্দান্ত হেডে তাদের সেই স্বপ্ন ভঙ্গ হয়। ফের ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পরে আফ্রিকান দেশটি। কিন্তু দুই ম্যাচেই অনেকগুলো সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন মরক্কোর ফুটবলাররা। কিন্তু দলের পারফরম্যান্সে পুরো মরক্কোর খুশি হওয়া উচিৎ বলে মনে করেন েিকাচ হার্ভে রেনাড। তার কথায়, ‘দলের এমন পারফরম্যান্সে আমি গর্বিত। খেলোয়াড়দের নিয়ে আমি গর্ব করি। এই দেশের সঙ্গে থাকতে পেরেও আমি গর্বিত।’
গ্রæপের শেষ ম্যাচে মরক্কো ২৫ জুন স্পেনের বিপক্ষে মাঠে নামবে। এ ম্যাচ জিতলেও তাদের কোন লাভ নেই। তবে সান্তনা থাকবে এই যে, ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নদের হারতে পেরেছে। যদিও তা খুবই কঠিন কাজ।
১৯৯৮ সালের পর প্রথমবারের মত বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে এবার অনেক আশা নিয়ে রাশিয়া এসেছিল মরক্কো। তারা রাশিয়ায় ভালো করার স্বপ্নে বিভোর ছিল। কিন্তু গ্রæপ পর্বেই সেই স্বপ্নের ইতি টানতে হয় দেশটিকে। ইরান ও পর্তুগালের বিপক্ষে দুর্দান্ত খেলেও হেরে যায় তারা। বিদায় নেয় বিশ্বকাপ থেকে।
রেনার্ডই একমাত্র কোচ যিনি দু’টি ভিন্ন দেশ আইভরি কোস্ট ও জাম্বিয়ার হয়ে আফ্রিকান ন্যাশন্স কাপ জিতেছেন। গত পরশু পর্তুগালের বিপক্ষে হারের পর তিনি বলেন, ‘জয়টা আমাদের প্রাপ্য ছিল। আমরা ৫/৬টা সুযোগ পেয়েছিলাম দ্বিতীয়ার্ধে। এই পরিস্থিতিতে সব মরক্কান মানুষ গর্ব করতেই পারে তাদের দল নিয়ে।’
পর্তুগালের বিপক্ষে খেলোয়াড়দের গোল মিসের মহড়ার পরেও তিনি তাদের প্রসংশা করলেন। কোচ বললেন,‘আমাদের অনেক প্রতিভাবন ফুটবলার রয়েছে। ফুটবলে এমন উত্থান পতন থাকবেই। আমাদের আরো কার্যকর ভূমিকা রাখা উচিৎ। কারণ, আমরা অনেক সুযোগ পেয়েছিলাম কিন্তু কাজে লাগাতে পারিনি। তবে কাউকে দোষারোপও করছি না। কারণ এটাই ফুটবল। আমরা অনেক ঝুঁকি নিয়ে খেলেছি তবুও ফলাফল বের করতে পারিনি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ