Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ব্রাজিলের অভিযোগ খারিজ

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৮, ১২:০০ এএম

এবারই প্রথমবারের মত বিশ্বকাপের মঞ্চে ব্যবহৃত হচ্ছে ভিডিও এসিস্টেন্ট রেফারি। এ নিয়ে মতভেদ থাকলেও ব্রাজিল ছাড়া এখন পর্যন্ত ভিএআর’র সিদ্ধান্তে আপত্তি তোলেনি কোন দল। সুইজারল্যান্ডর সঙ্গে ১-১ গোলে ড্র’ ম্যাচে ভিডিও রিভিউর ব্যবহার নিয়ে ফিফার কাছে অভিযোগও করেছিল দেশটি। তবে তাদের জানানো অভিযোগ খারিজ করে দিয়েছে বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। গতপরশু ব্রাজিল ফেডারেশন থেকে জানায়, সুইজারল্যান্ডের সমতায় ফেরার গোলের সময় ডি-বক্সে ধাক্কা দেওয়ার ঘটনা এবং গাব্রিয়েল জেসুসের পেনাল্টির দাবি নাকোচ করে ফিফা তাদের জানিয়েছে, ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) পদ্ধতি শুধু ব্যবহার করা হয় রেফারিদের পরিষ্কার এবং নিশ্চিত ভুল এড়ানোর জন্য। সংস্থাটি আরও জানায়, ম্যাচ অফিসিয়ালদের অডিও রেকর্ড পেতে তাদের করা অনুরোধ আমলে নেয়নি ফিফা। কারণ হিসেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটি জানায়, টুর্নামেন্টের আগে এ ধরনের রেকর্ডিং প্রকাশ না করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ছিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ