Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জার্মানজয়ের ম্যাচে মেক্সিকোর জরিমানা

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৮, ১২:০০ এএম


মাঠের বাইরের ঘটনায় বেশ আলোচিত নাম এবার মেক্সিকো। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ১-০ গোলে হারিয়ে দেয় দেশটি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে গোল করার পর নাকি মেক্সিকোতে ভূমিকম্প হয়েছিল। এবার বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর ম্যাচে মেক্সিকান দর্শকদের উগ্র আচরণের কারণে আনুষ্ঠানিক সতর্কতাসহ ১০ হাজার সুইস ফ্রাঁ (সাড়ে ৮ লাখ টাকা) জরিমানা গুণতে হচ্ছে মেক্সিকো ফুটবল ফেডারেশনকে।
ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এক আনুষ্ঠানিক সংবাদ বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে। মেক্সিকো-জার্মানি ম্যাচে গ্যালারিতে থাকা মেক্সিকানদের দেয়া ¯েøাগানগুলোকে ‘বৈষম্যপূর্ণ ও অপমানজনক’ উল্লেখ করে এই শাস্তির সিদ্ধান্ত জানিয়েছে ফিফা। জার্মানির বিপক্ষে ম্যাচে মেক্সিকান দর্শকদের বেশিরভার ¯েøাগানই ছিল সমকামিতা, সম্পর্কের বৈধতা-অবৈধতা প্রসঙ্গে। তাদের আবার অনেকেই রাজনৈতিক ইস্যু নিয়েও হইচই করেছেন। ম্যাচ শেষে ডিসিপ্লিনারি কমিটি দ্বারা ঘটনার তদন্ত করে শাস্তি নিরুপণ করে ফিফা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ